midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। যদিও মাঝে কয়েক দিন পুঁজিবাজারের সূচকগুলো ইতিবাচক ছিল কিন্তু হঠাৎ করেই সৃষ্ট ৫ দিনের টানা পতনে নাজেহাল অবস্থা। নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকার পরও এমন পতনে কিছুটা শঙ্কিত বিনিয়োগকারীরা। যদিও বাজার সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, অধিকাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ডিসেম্বরে কিছুটা প্রফিট সংগ্রহ করতে চায়। এ সময় শেয়ার কেনার প্রবণতা কম থাকে। ফলে ডিসেম্বরে বাজার কিছুটা ধীরগতিতে চলে। এছাড়া ডিসেম্বরে এক্সপোজারের ব্যাপারটি থাকার কারণে প্রাতিষ্ঠানিকরা হয়তো কিছুটা ধীরগতিতে চলে। তবে উত্তম দরে ভালো শেয়ার পেলে ঠিকই কিনে রাখে। তাদের লক্ষ্য থাকে কেনার সময় লাভ করা, বিক্রয়ের সময় নয়। আর ক্ষুদ্র বিনিয়োগকারীর আচরণ প্রাতিষ্ঠানিকদের থেকে আলাদা। কারণ তারা যে শেয়ারের দর বাড়ে সেদিকে ঝোঁকেন। আর প্রাতিষ্ঠানিকরা কী পরিমাণ প্রফিট করবে তা বছর শেষে একটি পরিকল্পনাও করে রাখে। এ কারণে হয়তো কিছুটা ধীরে চলো নীতি অনুসরণ করা হচ্ছে।
কেউ কেউ বলছেন, ডিসেম্বর মাসে কোনো নতুন লোন দেওয়া হয় না, শুধু সমন্বয় করা হয়। আর একটি বিষয় হচ্ছে, ব্যাংকে তৃতীয় প্রান্তিক পর্যন্ত আর্নিং যা থাকে, তা থেকে শেষ প্রান্তিকে কিছু ব্যাংক অসম্ভব ভালো করে। কারণ এখন তারা বিক্রয় প্রবণতায় চলে গেছে। এছাড়া অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ফান্ড ডিসেম্বরে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলির মুনাফার ওপরই জুন ক্লোজিংয়ের জন্য শেয়ার কিনবে। আর ৩১ ডিসেম্বর বন্ধের দিন। জানুয়ারির ১ তারিখে অধিকাংশ ব্যাংকের আন-অফিসিয়াল রিপোর্ট পেয়ে যাবে। আর এটি বাজারকে কিছুটা উন্নত করবে। এছাড়া ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। এরপরে অবশ্যই পুঁজিবাজার ভালো হবে। কারণ সারা দেশের বিনিয়োগকারীরা নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধাদন্দ্বে রয়েছে। কাজেই সকলের সংশয় কাটানো নির্বাচন পুঁজিবাজারের জন্য একটি সম্ভাবনাময় দিক হবে বলেও মনে করছেন ওই বিশ্লেষকরা। এদিকে, আজকের বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয় লেনদেন। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও দেড় ঘন্টা পর বিক্রয় চাপে টানা নামতে থাকে সূচক। মাঝে একবার ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বাজার। বুধবার লেনদেন শেষে সূচক কিছুটা কমলেও বেড়েছেবেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১২১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৪৮ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা। অন্যদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক ২ পয়েন্ট কমেছে। দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা। বাজার সংশ্লিষ্ট-ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে তিন ধরনের লাভের কারণে বিনিয়োগকারী আসে। ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন এবং ইন্টারেস্ট। এখানে মূলত লাভ হচ্ছে দুই ধরনের ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন। আর এখানে এক শতাংশেরও কম বিনিয়োগকারী ডিভিডেন্ড গেইনের জন্য আসে। বেশিরভাগই আসে ক্যাপিটাল গেইনের জন্য। অর্থাৎ এ মানসিকতার পরিবর্তন আনতে হবে। অতি দ্রুত লাভের আসায় বিনিয়োগ করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। কারণ পুঁজিবাজার হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। স্বল্পমেয়াদি বিনিয়োগের জায়গা নয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে লাভ কম হলেও ক্ষতির সম্ভাবনা কম থাকে। তাছাড়া বিনিয়োগকারীর আরেকটি বড় সমস্যা হচ্ছে তারা বাজার সম্পর্কে ভালো করে না বুঝে এবং অন্যের কথা শুনে বা গুজবে বিনিয়োগ করে, ফলে বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন বলেও ধারনা তাদের।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
June 2023
Categories |