midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ১৯) এই মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.৮৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.১২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৭৬ টাকা বা ৩৬ শতাংশ। এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) সমন্বিত ইপিএস হয়েছে ১.২০ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ০.৬৭ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৫৩ টাকা বা ৭৯ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.০২ টাকায়। বিজনেস আওয়ায়
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |