midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
বছর শেষে ঢাকা স্টক এক্সেচঞ্জে (ডিএসই) বড় রকমের অর্জন দিয়েই শেষ হয়েছে। আলোচ্য বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি ৭১ লাখ টাকা। ২০১৭ সালে ২৪৮ কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৮৭৪ কোটি ৮৩ লাখ টাকা। গত বছর অর্থাৎ ২০১৬ সালে ২৪১ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ১৯ হাজার ১৫৭ কোটি ১৩ লাখ টাকা এবং গড়ে লেনদেনের পরিমান ছিল ৪৯৪ কোটি ৪৩ কোটি টাকা। সে হিসেবে লেনদেন বৃদ্ধি পেয়ে ৮২ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৯৭ হাজার ৮০২ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে যেমন বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডিএসইর সূচকও। ২০১৭ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৬৩৩৬ দশমিক ৮৮ পয়েন্টে উন্নিত হয় এবং সর্বনিম্ন ছিল ৫ হাজার ৮৩ দশমিক ৮৯ পয়েন্ট। ২০১৭ সালে গত বছরের চেয়ে ১ হাজার ২০৮ দশমিক ৪৭ পয়েন্ট বা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ২৪৪ দশমিক ৫২ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও, ২০১৭ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ২ হাজার ২৯০ দশমিক ৩৫ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১ হাজার ৮২১ দশমিক ৮৯ পয়েন্ট। ২০১৭ সালে গত বছরের চেয়ে ৪৭২ দশমিক ৩১ পয়েন্ট বা ২৬ দশমিক শূন্য ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৮৩ দশমিক ২৩ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ২০১৭ (ডিএসইএস) মূল্য সূচক সর্বোচ্চ ১ হাজার ৩৯৪ দশমিক ২৬ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১ হাজার ২০০ দশমিক ৫৩ পয়েন্ট। গত বছরের চেয়ে ১৯৮ দশমিক ৮০ পয়েন্ট বা ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৯০ দশমিক ৬৭ পয়েন্টে উন্নীত হয়৷ অন্যদিকে, সূচকের পাশাপাশি ডিএসই’র বাজার মূলধনও ইতিহাসের এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে৷ ডিএসই বাজার মূলধন আগের বছরের তুলনায় ৮১ হাজার ৬৫০ কোটি টাকা বা ২৩ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লাখ ২২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে৷ ২০১৭ সালে বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ২৬ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৩ লাখ ৪৪ হাজার কোটি। অর্থসূচক
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
August 2024
Categories |