midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
কনটেইনারবাহী বাণিজ্যিক জাহাজ পরিচালনার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সাফিন ফিডার কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। আবুধাবি (এডি) পোর্টস কোম্পানি পিজেএসসির শতভাগ মালিকানাধীন সাফিন ফিডারস ও সাইফ পাওয়ারটেকের শতভাগ মালিকানাধীন দুবাইয়ে নিবন্ধিত সাইফ মেরিটাইল এলএলসির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির গ্যারান্টার হিসেবে কাজ করবে সাইফ পাওয়ারটেক। এডি পোর্ট গ্রুপের চেয়ারম্যান ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে তিনটি কনটেইনারবাহী জাহাজ, যার প্রতিটির সক্ষমতা ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ১০০ টিইইউএস। এসব জাহাজে করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ এবং অন্যান্য সুবিধাজনক আন্তর্জাতিক রুটে ১৫ বছর কনটেইনার পরিবহন করবে সাইফ পাওয়ারটেক। কনটেইনার পরিবহন বাবদ প্রতিটি জাহাজ থেকে বছরে ২০০ কোটি টাকা আয় হবে এবং নিট মুনাফা হবে ২৫ কোটি টাকা।
Source : bonikbarta
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |