midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সাড়ে ৩৯ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্ট ছাড়াল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮ পয়েন্টে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির, অপরিবর্তিত আছে ৪৬টির।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ইফাদ অটোজ, এবি ব্যাংক, নর্দান ইনস্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, লঙ্কা–বাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক লিমিটেড, আইএফআইসি ও যমুনা ব্যাংক। এর আগে গত কার্যদিবসে সূচক ১০১ পয়েন্ট বাড়ে ডিএসইতে। মোট লেনদেন হয় ২ হাজার ২৬৮ কোটি ৮৮ লাখ টাকার। অন্যদিকে, সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৯ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির, অপরিবর্তিত আছে ৩৯টির।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |