midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
প্রশান্ত কুমার ও তার স্ত্রী, মা, দুই চাচাতো ভাই, বন্ধুর ব্যাংক হিসাব জব্দ -নতুন চেয়ারম্যান নিয়োগ21/1/2020 আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের স্বাধীন চেয়ারম্যান ও পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই প্রতিষ্ঠানের পরিচালক প্রশান্ত কুমার হালদার ও তার স্ত্রী, মা, দুই চাচাতো ভাই, এক বন্ধুর সব সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের দুই আমানতকারীর এক আবেদনে এ আদেশ দিয়েছেন হাইকোর্টের কম্পানি আদালত সূত্র- কালেরকন্ঠ অনলাইন
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
March 2023
Categories |