midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হবে আজ (১৪ মে, সোমবার)। এদিন রাজধানী গুলশানের লা-মেরিডিয়ান হোটেলে বিকেল ৫টায় দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়ার কথা রয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। চুক্তি অনুযায়ী, চীনা এই কনসোর্টিয়াম ডিএসইর ‘ব্লকড অ্যাকাউন্টে’ থাকা ১০ টাকা অভিহিত মূল্যের ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার কিনবে, যার মূল্য নয়শ কোটি টাকার বেশি। এর আগে গত ৩ মে চীনের শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে কিছু শর্তে কৌশলগত অংশীদার করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাব অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর মধ্যে অন্যতম শর্ত হলো, দেশের পুঁজিবাজারের স্বার্থে চীনা কনসোর্টিয়ামের আর্থিক ও কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা। বিএসইসির দেয়া অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসপিএ স্বাক্ষরের সাতদিনের মধ্যে চুক্তির কপি বিএসইসির কাছে জমা দিতে হবে, কৌশলগত অংশীদারের কাছে শেয়ার হস্তান্তরের তিন মাসের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিএসইসিকে জমা দিতে হবে, এসপিএ স্বাক্ষরের এক বছরের মধ্যে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শেষ করে কমিশনকে অবগত করতে হবে, কৌশলগত অংশীদারসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সিকিউরিটিজ আইন ও দেশের প্রযোজ্য অন্যান্য আইনসহ এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন আইন ও ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে পরিচালনা করতে হবে এবং কমিশনের অনুমোদন ছাড়া চুক্তির শর্ত ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় পরিবর্তন করা যাবে না। এদিকে, চীনের কনসোর্টিয়াম ডিএসইর প্রতিটি শেয়ারের দাম প্রস্তাব করার পাশাপাশি ডিএসইর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রস্তাব দেয় এবং শেয়ার বিক্রি করে চলে যাওয়ার কোনো শর্ত দেয়নি। বাজারে নতুন পণ্য আনার প্রস্তাব দেয় প্রষ্ঠিানটি। শেনজেন ও সাংহাই নির্দিষ্ট কনসোর্টিয়ামের মাধ্যমে শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। কারিগরি সহায়তাও দেবে চীন। উল্লেখ্য, এ বছরের ৬ ফেব্রুয়ারি কৌশলগত অংশীদারদের প্রস্তাবসংবলিত টেন্ডার বক্স উন্মোচন করে ডিএসই। দরপত্র প্রক্রিয়ায় কৌশলগত অংশীদারের জন্য সংরক্ষিত ডিএসইর ১৮০ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৫০০ শেয়ারের এক-চতুর্থাংশ শেয়ার কিনতে দুটি কনসোর্টিয়ামের প্রস্তাব জমা হয়। এর মধ্যে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের চীনা কনসোর্টিয়াম ডিএসইর প্রতি শেয়ারের জন্য ২২ টাকা হারে ৯৯২ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করে। এর বাইরে তারা ডিএসইকে বিনামূল্যে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়, যার মূল্য উল্লেখ করা হয় ৩০৮ কোটি টাকা। তবে মধ্যবর্তী সময়ে সর্বশেষ হিসাব বছরের জন্য বর্তমান শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়ায় ডিএসইর প্রতিটি শেয়ারের ভ্যালুয়েশন কিছুটা কমে যায়, যা চূড়ান্ত এসপিএতে সমন্বয় করা হয়েছে। চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে এখন ডিএসই প্রতিটি শেয়ারের দাম পাবে ২১ টাকা। চীনা কনসোর্টিয়ামের দেয়া কারিগরি সহায়তাসংক্রান্ত প্রস্তাবের মধ্যে রয়েছে— ডিএসইর ট্রেডিং ও সার্ভিল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট (বিপিএম) সিস্টেম কনসাল্টিং প্ল্যান, বন্ডের টেন্ডার সিস্টেমের জন্য কনসাল্টিং সার্ভিস, ইনফরমেশন ডিসক্লোজার সিস্টেমের জন্য কনসাল্টিং সিস্টেম প্ল্যান, ডাটা সেন্টার ও কো-লোকেশনের জন্য কনসাল্টিং সার্ভিস প্ল্যান, এফডিইপি প্রযুক্তি স্থানান্তর ও ফিন্যান্সিয়াল ক্লাউড টেকনোলজি স্থানান্তর পরিকল্পনা করার কথা বলা হয়েছে। এসব কারিগরি প্রযুক্তির জন্য ১০ বছরের লাইসেন্স এবং তিন বছরের ট্রেনিং ও কনসাল্টিং সার্ভিস সম্পূর্ণ ফ্রি দেবে শেনঝেন-সাংহাই কনসোর্টিয়াম। এর বাইরে তারা আরো বেশকিছু পণ্য প্রচলন ও বাজার উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছে।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |