midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, চারদিকে এখন যুদ্ধ ও অস্থির অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে এমন ইকোনমিক টার্বুলেন্ট মোমেন্টেও পুঁজিবাজার ও ব্যাংকিং সেক্টর আমরা ধরে রেখেছি। এটা ভালো অবস্থান এবং বড় ধরনের অর্জন। এজন্য প্রধানমন্ত্রীসহ তার টিমকে ধন্যবাদ জানানো উচিত। শনিবার (১৮ মার্চ) বগুড়ার নওদাপাড়ায় মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমেরিকা ও সুইজারল্যান্ডের মতো দেশে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে একটার পর একটা। ইংল্যান্ড ও ফ্রান্সের অনেক জায়গাতে ধর্মঘট চলছে। জার্মানিতে ধর্মঘটের কারণে বিমানবন্দর বন্ধ হয়েছে। এরকম অস্থির অবস্থাতেও আমরা অনেক ভালো অবস্থানে আছি। বিএসইসি’র চেয়ারম্যান বলেন, সামনের দিনে আরও বড় ধরনের বিনিয়োগ ও সঞ্চয় প্রয়োজন হবে এ দেশে। সম্মলিত প্রচেষ্টা ছাড়া এ দেশকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী। এই বাজারে যখন যা প্রয়োজন, আমরা রেগুলেটর হিসেবে সবকিছু করব। এখানে আমাদের কোনো প্রতিপক্ষ নেই। এখানে আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না। আমাদের যখন যেটা লাখছে, প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে সবাই আমাদের সাহায্য করছে। সুতরাং এখন আমাদের সবাই মিলে পজিটিভ মাইন্ডে পার্টিসিপেশন দরকার। পার্টিসিপেশনের মাধ্যমে ট্রানজেকশন বাড়লে সেকেন্ডারি মার্কেট ভাইব্রেন্ট হবে। তিনি বলেন, আমরা সর্বাত্মভাবে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি। সেজন্যই ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে। ফ্লোর প্রাইস উঠিয়ে দিলে অনেকের জন্য হয়ত ভালো হবে। অন্যান্য দেশের মার্কেটগুলোর যে অবস্থা, সে তুলনায় আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য প্রাথমিক কাজটি করছি। লাভ বা রিটার্ন পাওয়ার চেষ্টা সবারই থাকে। তবে, নিজেদের সুরক্ষা দেওয়াটা সবচেয়ে বড় কাজ। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, লংটার্ম ইনভেস্টমেন্ট ও লংটার্ম ফাইন্যান্সের একমাত্র উৎস হচ্ছে পুঁজিবাজার। যেটা বছরের পর বছর ধরে হচ্ছে না। আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা লংটার্ম ফাইন্যান্সের প্রয়োজন হলে পুঁজিবাজারমুখী হবেন। গতকাল গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি বারবার বলেছেন, লংটার্ম ইনভেস্টমেন্ট দায়িত্বগুলো বড় আকারে পুঁজিবাজারে স্থানান্তর করেন। তাই, আমাদের লংটার্ম ইনভেস্টমেন্ট, লংটার্ম ফাইন্যান্স, লংটার্ম লোন ও লংটার্ম রিটার্ন এসব কিছুর জন্য শুধুমাত্র পুঁজিবাজারমুখী হতে হবে। তিনি আরও বলেন, বাংলোদেশের সম্ভাবনা প্রচুর আছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার সফর করেছি। সেখানে থাকা অবস্থায় এবং সেখান থেকে ফেরত আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর সকল দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে উৎসাহ নিয়ে এগিয়ে আসছে। আমরা বুঝতে পারছি যে, এখন সবকিছুই বাংলাদেশের দিকে ধাবমান। গত দুই বছর ধরে করোনার মধ্যেও দেশে ও বিদেশে এরকম বিনিয়োগ শিক্ষা, রোড শো ও ইনভেস্টর সামিট আয়োজন করেছি। তখন সবাই প্রশ্ন করত, রিটার্ন আসে না কেন? আমি বলেছিলাম, রিটার্ন আসতে দুই বা তিন বছর সময় লাগে। কিন্তু, দুই বছর পরেই আমরা দেখতে পাচ্ছি সবকিছুই এখন পজিটিভলি বাংলাদেশের দিকেই আসছে। বিএসইসি‘র চেয়ারম্যান বলেন, কিছু দিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর বিষয়ে আপনারা শুনেছেন। যেটাকে বলা হয় চ্যাটজিপিটি। যেখান থেকে আমরা যেকোনো তথ্য জানতে চাইলে সে খুব সহজেই একটা উত্তর তৈরি করে দেয়। সামনের দিনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্টেপ ফরওয়ার্ড হিসেবে ধরা হচ্ছে। ট্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে, বাংলাদেশ কি সত্যি সত্যি অর্ধট্রিলিয়ন থেকে ট্রিলিয়ন ডরারের ইকোনোমিতে রূপান্তরিত হতে পারবে? চ্যাটজিপিটি উত্তর দিয়েছে, বাংলাদেশে যদি স্থিতিশীলতা বজায় থাকে, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, বাংলাদেশে বিনিয়োগ যদি এভাবেই হয় এবং জিডিপি গ্রোথ রেট যেভাবে এগিয়ে যাচ্ছে, তা যদি ঠিক থাকে, তাহলে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের ইকোনোমিতে রূপান্তরিত হবে। উত্তরাঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের উত্তর অঞ্চলের যে বিরাট এলাকা আছে, অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা অনেক। আজ ঐতিহাসিক দিন। যে দিনটিতে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তরাঞ্চলের ডিজেল লাইন উদ্বোধন করতে যাচ্ছেন। যার মাধ্যমে প্রাথমিকভাবে ২ লাখ টন থেকে পরবর্তীতে ১ মিলিয়ন বা ১০ লাখ টন ডিজেল বাংলাদেশে পাইপের মাধ্যমে আসবে। এতে উত্তরাঞ্চলের জ্বালানি সমস্যা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড পকভাবে বৃদ্ধি পাবে। জ্বালানি যেসব শিল্পের প্রয়োজন, তা এখন আরও অনেক দ্রুত গতিতে প্রসার লাভ করবে। সুতরাং উত্তরাঞ্চল হবে বাংলাদেশের আরেকটি ইকোনোমিক এক্টিভিটিজের জায়গা। এখানে আরও বেশি বিনিয়োগ হবে। বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুর রহমান মিলন উপস্থিত ছিলেন। বিনিয়োগ শিক্ষা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। Source: risingbd
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |