midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এজিএমে ৩০জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদিত হয়েছে।
এজিএমে সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, পরিচালক জাফর উম্মিদ খান, পরিচালক মো. ফরিদ খান, পরিচালক ফয়সাল করিম খান, পরিচালক আজিজা আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক লেঃ জেঃ (অবঃ) ইঞ্জিঃ আবদুল ওয়াদুদ, পরিচালক ফারুক আহমেদ সিদ্দীকী, পরিচালক হেলাল উদ্দীন আহমেদ, পরিচালক আরিফ আল ইসলাম, পরিচালক মুস্তাফিজুর রহমান খান এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার এন্ড কোম্পানী সেক্রেটারি স্বপন কুমার পাল এফসিএ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, সামিট পাওয়ার লিমিটেড দেশের বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয় ট্রিপল ‘এ’ রেটিং প্রাপ্ত এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে সামিট গ্রুপ মোট ১,৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে। সামিট পাওয়ার সম্প্রতি গাজীপুরের কড্ডায় মোট ৪৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। সামিট গ্রুপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সাল থেকে টানা পাঁচবার সেরা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের স্বীকৃতি পেয়েছে। শেয়ারবাজারনিউজ/
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |