midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দিন থেকে লক-ইন(বিক্রয়যোগ্য) দিন গণনা শুরু হবে। আজ বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমন তথ্য প্রকাশ করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই তালিকায় পড়েছে নতুন লেনদেন শুরু হওয়া কয়েকটি কোম্পানিও। কোম্পানিগুলো হলো-ভিএফএস থ্রেড ডাইং, এম.এল ডাইং, ইন্দো-বাংলা ফার্মা, সিলভা ফার্মাসিউটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, এস.এস স্টিল ও জেনেক্স ইনফোসিস। এর আগে প্রসপেক্টাসের সংক্ষিপ্ত সংস্করন প্রকাশের দিন থেকে লক-ইন গণনা করা হতো। তবে লক-ইন এর মেয়াদ আগের ন্যায় উদ্যোক্তা/পরিচালকদের ও ১০ শতাংশ বা এর বেশি শেয়ারধারীদের জন্য ৩ বছর ও বাকিদের জন্য ১ বছর প্রযোজ্য। যা কমিশন শীঘ্রই পরিবর্তন করে, সবার জন্য ৩ বছর লক-ইন করতে যাচ্ছে। শেয়ারনিউজ;
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |