midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
গেল বছরের ধারাবাহিকতায় ২০১৮ সালেও ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। বছরের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করার পাশাপাশি গতকাল সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএসও গতকাল সর্বোচ্ছে অবস্থান করছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বছরের প্রথম দিন ডিএসইএক্স ৬ হাজার ২৪৪ পয়েন্টে লেনদেন শুরু হওয়ার পর গতকাল তা ৬ হাজার ৩১৮ পয়েন্টে উন্নীত হয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনের শুরু থেকেই ব্যাংক, প্রকৌশল, জ্বলানি ও বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে ক্রয় চাপে টানা বাড়তে থাকে সূচক। দিন শেষে সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। ডিএসই সূত্রে জানা যায়, গতকাল স্টক এক্সচেঞ্জটির ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৮ পয়েন্টের ওপরে উঠে আসে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১১ পয়েন্টে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান সূচকটির। অন্যদিকে ১০ পয়েন্ট বেড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান ২ হাজার ৩০১ পয়েন্টে পৌঁছেছে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০। আগের দিনের চেয়ে কিছুটা কমলেও গতকাল ডিএসইতে মোট ১৫ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৭৬টি শেয়ার ও ইউনিট ফান্ড হাতবদল হয়েছে, টাকার অংকে যা ৫৭৬ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকা। দিনের শুরু থেকেই ক্রয় চাপে থাকা ব্যাংকিং খাতের শেয়ারের দখলে ছিল ডিএসইর লেনদেনের ২০ শতাংশ। এছাড়া বিদ্যুৎ-জ্বালানি ও বস্ত্র খাতের দখলে ছিল ডিএসইর মোট লেনদেনের ১৫ শতাংশ করে। এর বাইরে মোট লেনদেনের ১৩ শতাংশ প্রকৌশল খাতের ও ৮ শতাংশ ছিল ওষুধ-রসায়ন খাতের শেয়ারে। ডিএসইতে মোট লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি, মিউচুয়াল ও বন্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত ছিল ৪০টির। ডিএসইতে টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি সিকিউরিটিজ হলো ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, গ্রামীণফোন, ইফাদ অটোজ, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |