midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শক্তিশালী পুঁজিবাজার গঠনে আসন্ন বাজেটের পরে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে দীর্ঘমেয়াদি অর্থায়ন’ শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা বলেন। আবুল মাল আব্দুল মুহিত বলেন, “দীর্ঘমেয়াদি অর্থায়নে বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করছে, যা তাদের কাজ না। তবে আসন্ন বাজেটের পর আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে শেয়ারবাজারের উন্নয়নে করণীয় দিকগুলো খুঁজে বের করা করব। কারণ শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হওয়া উচিত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিগত ৫ বছর শেয়ারবাজারের উন্নয়নে অনেক কাজ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া বাজারকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |