midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ বুধবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে:- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বারাকা পাওয়ার, এনভয় টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেড।উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১০ শতাংশ, বারাকা পাওয়ার ১০ শতাংশ, এনভয় টেক্সটাইল ২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৭ শতাংশ এবং স্কয়ার টেক্সটাইল শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |