midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য স্বতন্ত্র পরিচালকের একটি প্যানেল গঠন করতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। নির্ধারিত মাণদন্ডের ভিত্তিতে এ প্যানেল গঠন করা হবে। সরকারি সাধারণ ছুটির মধ্যে আজ বুধবার অনুষ্ঠিত বিএসইসির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, স্বতন্ত্র পরিচালকের প্যানেল গঠন করা হলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ওই প্যানেল থেকেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে। বর্তমানে কোম্পানিগুলোতে নির্ধারিত হারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা পালনে কোম্পানিগুলো নিজেদের পছন্দের লোকদেরই স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেন। এতে তালিকাভুক্ত কোম্পানিতে সাধারণ শেয়ারধারীদের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার মতো কেউ থাকে না। এ কারণে বিএসইসি স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল তৈরি উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট মাণদন্ডের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের ওই প্যানেলভুক্ত করা হবে।সেখান থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে। এর ফলে কোম্পানিগুলোতে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালকদের জবাবদিহিতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে বিএসইসি। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায়ও তারা সচেষ্ট হবেন।বিএসইসি জানিয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার পর এ প্যানেল গঠনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
Source: ProthomAlo
1 Comment
Mohammed Abu Kauchar
5/5/2020 12:28:32 pm
Security exchange commission will create a list who are interested. After that send the list to the company which is interested to appoint an independent director
Reply
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
August 2024
Categories |