midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি ) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেছেন, আপাতত ফ্লোর প্রাইজ উঠানোর কোন সম্ভাবনা নে। কারণ যেই জায়গা থেকে ফ্লোর প্রাইজ দেওয়া হয়েছ, এখনে সেখদনে আসেনি বাজার। যারা ফ্লোর প্রাইজ নিয়ে গুজব ছড়ায় তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো প্রয়োজন।
তিনি বলেন,ফ্লোর প্রাইজ নিয়ে কেউ গুজব রটাচ্ছে। আমার কাছে প্রায় অনেকে বিভিন্ন ফেসবুকের পোষ্ট পাঠায়। আমরা তো সেখানে কমেন্টস করতে পারি না। আমার মনে হয় যে অবস্থায় ফ্লোর প্রাইজ শুরু করা হয়েছে আমরা এখনও সেখান থেকে ৩০ পয়েন্ট পিছিয়ে আছি। সুতরাং এ সময় ফ্লোর প্রাইজ উঠানোর মতো কোন পরিস্থিতি হয়নি। বিএসইসির চেয়ারম্যান বলেন,আমি খুব সহজভাবে বলতে চাই ফ্লোর প্রাইজটা কখন উঠাতে হবে সারা বাংলাদেশের সবাই বুঝতে পারবে। এবং কখন উঠে গেছে টেরও পাবে না। সেই সময় আসার আগ পর্যন্ত তো ফ্লোর প্রাইজ থাকছে। এসময় ফ্লোর প্রাইজ উঠিয়ে দিলে অ্যাসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কি অবস্থা হবে? সুতরাং যারা গুজব রটায় তাদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়া উচিত। বাজার যদি ভালো হয়, হেলদি হয়, স্ট্যাবেল হয় আপনি যে সময় মনে করবেন এটা উঠে যাওয়ার মতো তখন এটা উঠবে। ব্লক মার্কেটে ফ্লোর প্রাইজ তুলে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,না সেটা করা হচ্ছে না। প্রতিদিনই তো ব্লক মার্কেটেও ফ্লোর প্রাইজে লেনদেন হচ্ছে। Sunbd24
1 Comment
Sirajul islam
12/6/2020 11:01:00 am
ফ্লোর প্রাইজ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।যাহা বিনিয়োগ কারিদের মনোবল ভেঙ্গে দিচ্ছে।এবং বাজারে প্রভাব পড়ছে। আপনার এই লেখা সময় উপযোগী , বিনিয়োগ কারিদের মনোবল ফিরে পাবে। বাজারে বিনিয়োগে এগিয়ে আসবে।ধন্যবাদ।
Reply
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |