midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
চলতি বছরেই ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেছেন, ‘এতে শেয়ারবাজারের প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে, যা জিডিপিতে বড় অবদান রাখবে। এ ছাড়া কিছুদিন পর আমরা সব ধরনের বন্ডের ট্রেড শুরু করব, তখন বাজারের প্রবৃদ্ধি ৫০ শতাংশ বেড়ে যাবে। ’
শনিবার (১৭ সেপ্টেম্বর) ওয়েস্টিন হোটেলে সিএমজেএফ ও বিএমবিএর যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজার : বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান। বিএসইসি চেয়ারম্যান বলেন, অর্থনীতির বিভিন্ন বিষয়ে কোনো দেশের সঙ্গে তুলনা করতে হলে প্রথমে সেই দেশের সার্বিক অবস্থার দিকে তাকাতে হবে। এর পরও বিভিন্ন দেশেই খারাপ কিছু কম্পানিও তালিকাভুক্ত হয়, একটা সময় টিকে থাকতে না পেরে তালিকাচ্যুতও হয়। তিনি বলেন, ‘আমাদের শেয়ারবাজারে বন্ধ থাকা ১৮টি কম্পানি এরই মধ্যে পুনরায় চালু হয়েছে। এই কম্পানিগুলোর ব্যাংকের যে ঋণ ছিল, সেগুলো পরিশোধের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলো লাভবান হয়েছে। এ ছাড়া এনবিআরও লাভবান হবে, কারণ এখান থেকে বড় একটা ট্যাক্স পাওয়া যাবে। এ ক্ষেত্রে এনবিআরের সহযোগিতাও আমাদের প্রয়োজন। ’ অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, ‘কমোডিটি এক্সচেঞ্জে কেবল বাংলাদেশি পণ্য নয়, বিদেশি পণ্যও কেনাবেচা হবে। কৃষকের ধানও এই মার্কেটে কেনাবেচা হবে সফটওয়্যারের মাধ্যমে। আর এই সফটওয়্যার কিনতে প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা লাগবে, আর একটু ভালো সফটওয়্যার যদি কিনতে চাই, তাহলে লাগবে সোয়া চার শ কোটি টাকা। আমরা এত বড় প্রকল্প নিয়ে কাজ করছি, শিগগিরই এগুলো শুরু হলে মার্কেটের সাইজ অনেক বাড়বে। ’ তিনি আরো বলেন, ক্যাপিটাল মার্কেটকে যত বেশি সহায়তা দেওয়া হবে, দেশের ট্যাক্স আদায় তত বেশি বাড়বে। ভালো কম্পানিগুলোকে যদি শেয়ারবাজারে আনা হয়, তাহলে সেগুলো ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। আমাদের মিউচুয়াল ফান্ডের বর্তমান অবস্থা খুবই ভালো, তারাও ভালো ডিভিডেন্ড দিতে শুরু করছে। ফান্ডগুলো ডিভিডেন্ড না দিলে তাদের ডেকে কারণ দর্শানোর জন্য বলা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সিএফএ। এ ছাড়া উপস্থিত ছিলেন শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলের চেয়ারম্যান সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, বিএসইসির সাবেক চেয়ারম্যান প্রফেসর খায়রুল হোসেনসহ আরো অনেকে। Source : kalerkantho
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |