midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
ওটিসি মার্কেটকে ঢেলে সাজাতে ‘ডেভেলপিং ওটিসি মার্কেট অব ডিএসই’ সংক্রান্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৩৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ প্রতিবেদন পর্যালোচনা করে ওটিসি মার্কেটকে ঢেলে সাজাতে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নের জন্য কমিশনের নিম্নবর্নিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ-কে আহবায়ক করে কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, মো. আনোয়ারুল ইসলাম, মো. মাহবুবুল আলম, ও পরিচালক মো.মনসুর রহমান (সদস্য সচিব)। শেয়ারনিউজ
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2023
Categories |