midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
রকিবুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি। বর্তমানে স্টক এক্সচেঞ্জটির পরিচালক। শেয়ারবাজারের সাম্প্রতিক দুরবস্থা নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার ইব্রাহীম সমকাল :চলতি দরপতন নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই? রকিবুর রহমান :দরবৃদ্ধি বা দরপতনের মতো সাময়িক বিষয় নিয়ে আমার মূল্যায়ন নেই, এ নিয়ে চিন্তিতও নই। আমার চিন্তার বিষয়- লেনদেন বা বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিয়ে, যা খুবই কম। বাজারে স্বাভাবিক ও যথেষ্ট অংশগ্রহণ থাকলে কখনও কোনো অস্থিরতা তৈরি হলে দ্রুত তা স্বাভাবিক হয়ে যায়। আমাদের সমস্যা হলো- এ বাজারের সবাই সূচকে নজর রেখে বিনিয়োগ করেন। ২/৪টি শেয়ারের কারণে সূচক কমলে বাকি ১০০ কোম্পানির শেয়ারহোল্ডাররা ভয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন। এটা ঠিক নয়। আরও দুঃখের বিষয় হলো, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার কাজও সূচকের ওঠানামা মনিটর করা নয়। দুঃখজনক হলেও সত্য, এখানে নিয়ন্ত্রক সংস্থা জড়িয়ে যায় বা জড়ানো হয়। সমকাল :লেনদেন কম হচ্ছে কেন? রকিবুর রহমান :কারণ এখন কোনো প্রতিষ্ঠানিক বিনিয়োগ নেই। যথেষ্ট মিউচুয়াল ফান্ডও নেই। যা আছে, সেগুলোর পরিচালনাকারী সম্পদ ব্যবস্থাপক কোম্পানি দায়িত্বশীল নয়। এখানে আইডিএলসির মতো দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই। শত শত প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করে। যে বাজারের বিনিয়োগের ৮০ শতাংশ স্বল্পমেয়াদি, সেখানে স্থিতিশীলতা আশা করা দুরূহ। এ ছাড়া আর্থিক খাতের দুরবস্থার কারণে তারল্য প্রবাহে সংকট আছে। সমকাল :শেয়ারবাজার গত কয়েক বছর ধরে ধুঁকছে। লাভের আশায় এসে মানুষ টাকা হারাচ্ছে। সরকারের দিক থেকে সংকট সমাধানের নানা প্রচেষ্টার পরও কিছু হচ্ছে না, কেন? রকিবুর রহমান :এক কথায় এর উত্তর হলো- দেশের শেয়ারবাজার প্রকৃত অর্থেই শেয়ারবাজার হয়ে ওঠেনি। গুটিকয় কোম্পানি ছাড়া এখানে ভালো কোম্পানির শেয়ার নেই। ভালো শেয়ার আনার প্রচেষ্টাও নেই, বরং মন্দ কোম্পানির শেয়ার আনতে প্রভাবশালীরা তৎপর। তা ছাড়া এ বাজারে ভালো বিনিয়োগকারী নেই, সবাই রাতারাতি বড়লোক হতে চায়। তারা বিনিয়োগের নামে যা করেন, তা জুয়া খেলা ছাড়া কিছু নয়। এখানে আইনের প্রয়োগ নেই। সুশাসনের অভাবও প্রকট। প্রভাবশালীদের জন্য আইন এক রকম, সাধারণের জন্য অন্য রকম। বাজারের ভবিষ্যৎ উন্নয়ন কর্মপন্থা নির্ধারণসহ চলতি সমস্যা সমাধানে যে ধরনের গবেষণা থাকা দরকার, সেটিও অনুপস্থিত। নানা অনিয়মের শাস্তি না হওয়ায় বাজারের প্রতি সাধারণ মানুষের আস্থাও নেই।
সমকাল :এর অর্থ হলো গোড়াতেই গলদ। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত শেয়ারবাজারের বয়স এখন ৬৫ বছর। এ দীর্ঘ সময়েও প্রকৃত অর্থে বাজার হয়ে না ওঠার ব্যর্থতা কার? রকিবুর রহমান :এ ব্যর্থতা সবার, সব স্টেকহোল্ডারের। দেখেন, সব দেশের শেয়ারবাজারের চরিত্র একই রকম। এর সংকট এবং সমাধানের পথও প্রায় একই রকম। আমাদের বাজারের আজকের যে সমস্যা, তা অন্য সব দেশের; এমনকি উন্নত বিশ্বের শেয়ারবাজারগুলোও একই পরিস্থিতির মধ্য দিয়ে আজকের পরিণত অবস্থায় এসেছে। স্রেফ তাদের পথ অনুসরণ করলেই আমাদের সমস্যার সমাধান মিলবে। এ জন্য নতুন করে গবেষণার প্রয়োজন নেই। দরকার আন্তরিকতার, যা একেবারে অনুপস্থিত। সমকাল :এসব কাজ করার কথা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। আপনি কি বলতে চাচ্ছেন, সংস্থাটি যথাযথ দায়িত্ব পালন করছে না? রকিবুর রহমান :না, আমি এ কথা বলব না। আমি মনে করি, ব্যর্থতা সবার। শেয়ারবাজারের যে কোনো সংকট সমাধানে অভিভাবক হিসেবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রাথমিক দায়িত্ব বেশি। তবে এককভাবে সংস্থার পক্ষে পুরোটা করা সম্ভব নয়। লক্ষ্য করলে দেখবেন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারতসহ সব দেশে যখনই শেয়ারবাজার সংকটে পড়ে তখন সরকার, কেন্দ্রীয় ব্যাংকসহ সব পর্যায় থেকে নানা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। আমাদের এখানে সমন্বিত উদ্যোগের ঘাটতি আছে। সাম্প্রতিক দরপতন বন্ধে সরকার কিন্তু বাজেটের মাধ্যমে বাস্তবসম্মত বেশ কিছু উদ্যোগ নিয়েছে। অযথা বোনাস শেয়ার দেওয়া, মুনাফার বড় অংশ রেখে দেওয়া নিরুৎসাহিত করতে বাজেটের মাধ্যমে ব্যবস্থা নিয়েছে। এমন পদক্ষেপের পরও কোনো ফল পাইনি। এর কারণ হয়তো সমস্যা অন্যখানে। হয়তো আমরা সমস্যা চিহ্নিত করতে সরকারকে করণীয় বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারছি না। লক্ষণীয় বিষয়, বিএসইসিও বেশ কিছু ভালো আইনি সংস্কার এনেছে। যেমন আইপিও আইন সংশোধন করেছে। মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশের পরিবর্তে আরআইইউর নামে বোনাস দেওয়ার পথ বন্ধ করেছে। সবগুলোই ভালো উদ্যোগ। কিন্তু এখন প্রধান সমস্যা বাজারে তারল্য নেই। যেসব কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে, সেগুলোর মান নিয়েও প্রশ্ন উঠছে। এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্বাসযোগ্য নয়। বিষয়টি যথাযথভাবে দেখছে না কেউ। কিছু চক্র হুটহাট শেয়ারদর বাড়িয়ে মুনাফাও তুলে নিচ্ছে। অথচ জড়িতদের তেমন শাস্তি হয় না। মালিকরা গোপনে শেয়ার বিক্রি করছেন, কাউকে শাস্তির মুখোমুখি হতে হয় না। এসব কারণে মানুষ আস্থা হারিয়েছে, যা পুনরুদ্ধারে পদক্ষেপও নেই। সমকাল :স্টক এক্সচেঞ্জ কতটুকু দায়িত্ব পালন করছে? রকিবুর রহমান :চেষ্টা করছে; কিন্তু সব ক্ষেত্রে আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। বছরের পর বছর লভ্যাংশ দিচ্ছে না, কোম্পানি বন্ধ, চাইলেও সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে পারছি না। অনেক কোম্পানি আয়-ব্যয়ের মিথ্যা তথ্য দিচ্ছে, সব সময় তা নজরদারিও করতে পারছি না। Source: Samakal
1 Comment
Hanif shekh
1/9/2019 02:36:04 pm
I am interested
Reply
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
August 2024
Categories |