midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
৫ বছরের বেশি ডিভিডেন্ড না দেওয়ার কারণে তালিকাচ্যুতির জন্য ১৪ কোম্পানিকে রি-ভিউয়ে রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ (বুধবার) সেই তালিকায় যুক্ত হলো বিগত ৩ বছরের বেশি সময় উৎপাদন না থাকা আরো ৩ কোম্পানি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিভিডেন্ড ঘোষণা ও উৎপাদনে না থাকলেও হরহামেশাই ডিএসই’র রি-ভিয়ের তালিকায় থাকা কোম্পানিগুলোর শেয়ার দরে উল্লম্ফন দেখা যায়। মূলত স্বল্পমূলধনী হওয়া কোম্পানিগুলোর শেয়ারে নিয়মিত বিরতিতে কারসাজি হচ্ছে। তারা বলেন, ডিএসই’র হিট লিস্টে থাকা এ কোম্পানিগুলো যেকোন সময় তালিকাচ্যুত হতে পারে। তাই বিনিয়োগকারীদের সর্তক হয়ে বিনিয়োগ করা উচিত।
নতুন করে রি-ভিউ করার সিদ্ধান্ত নেওয়া কোম্পানিগুলো হলো: মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ, বিচ হ্যাচারী লিমিটেড এবং ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। এর আগে ৫ বছরের বেশি সময় ধরে ডিভিডেন্ড না দেওয়ার কারণে মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজকে রি-ভিউয়ের আওতায় আনা হয়। আজ আবার ৩ বছরের বেশি সময় ধরে উৎপাদনে না থাকায় কোম্পানিটিকে রি-ভিউতে আনা হয়েছে। অর্থাৎ মেঘনা পেট আগের ১৪ কোম্পানি এবং নতুন করে বিচ হ্যাচারী ও ইউনাইটেড এয়ার যোগ হওয়ায় মোট ১৬ কোম্পানি ডি-লিস্টিংয়ের আতঙ্কে রয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ, বিচ হ্যাচারী লিমিটেড এবং ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর ৫১ (১) (সি) এই আইনের আওতায় রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। এই আইনে বলা হয়েছে, যদি কোনো ইস্যুয়ার স্বেচ্ছায় কিংবা আদালতের নির্দেশে লিক্যুইডেশনে যায় অথবা টানা ৩ বছর ব্যবসায়িক উৎপাদন বন্ধ থাকে তাহলে সে ইস্যুয়ারকে তালিকাচ্যুত করা যেতে পারে। এর আগে ১৪ কোম্পানিকে তালিকাচ্যুতির আইনে যেসব কোম্পানি ৫ বছরের বেশি সময় ধরে ডিভিডেন্ড দিচ্ছে না সেগুলোকে রি-ভিউ করার সিদ্ধান্ত নেয় ডিএসই। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ, আইসিবি ইসলামী ব্যাংক, দুলামিয়া কটন স্পিনিং, সমতা লেদার কমপ্লেক্স, শ্যামপুর সুগার মিলস, জিলবাংলা সুগার মিলস, ইমাম বাটন ইন্ডাষ্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাষ্ট্রিজ, সাভার রিফ্যাক্টরীজ, বেক্সিমকো সিনথেটিকস, জুট স্পিনার্স, শাইনপুকুর সিরামিকস, সোনারগাও টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন এই ১৪ কোম্পানি নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ। শেয়ারনিউজ24
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2024
Categories |