midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালের আগের অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ব্যবসায় মুনাফা বেড়েছে ১১১ শতাংশ। একইসঙ্গে বেড়েছে লভ্যাংশ ঘোষণার পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়াটা কেমিক্যালের ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৫.৫১ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে হয়েছে ১১.৬৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৬.১২ টাকা বা ১১১ শতাংশ। মুনাফার এই উত্থানে সঙ্গে সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগের অর্থবছরের ৪০ শতাংশ (১০% নগদ ও ৩০% বোনাস) থেকে বাড়িয়ে ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ৫৫ শতাংশ (৩০% নগদ ও ২৫% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ১১.৬৩ টাকা হিসেবে মোট ১৩ কোটি ৭৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৩০ শতাংশ বা শেয়ারপ্রতি ৩ টাকা হিসাবে মোট ৩ কোটি ৫৬ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরন করা হবে। অর্থাৎ মুনাফার ২৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। এদিকে ২৫ শতাংশ বোনাস বা শেয়ারপ্রতি ২.৫০ টাকা হিসাবে ২ কোটি ৯৬ লাখ টাকা বা মুনাফার ২১ শতাংশ দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ৭ কোটি ২৭ লাখ টাকা বা ৫৩ শতাংশ রিজার্ভে রাখা হবে। উল্লেখ্য রবিবার (২০ অক্টোবর) লেনদেন শেষে ওয়াটা কেমিক্যালের শেয়ার দর দাড়িঁয়েছে ৬৪০.৪০ টাকায়। বিজনেস আওয়ার
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |