midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
ঢাকা, ২৩ ডিসেম্বর ২০১৭: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভায় কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য প্রকাশ করা হবে। জানা যায়, আগামী ২৪ ডিসেম্বর ১০টি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজিজ পাইপসের সকাল ১০টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল ঢাকাতে; হাক্কানি পাল্পের বেলা সাড়ে ১১টায়, ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টার, হালিশহর, চট্টগ্রামে; সমতা লেদারের সকাল সাড়ে ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, শের-ই-বাংলা রোড, হাজারিবাগ, ঢাকাতে; মেঘনা কনডেন্স মিল্কের সকাল সাড়ে ১০টায়, মেঘনা কমিউনিটি সেন্টার, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বড়াল, বাঘমারা, কুমিল্লায়; মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দুপুর ১২টায়, মেঘনা কমিউনিটি সেন্টার, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বড়াল, বাঘমারা, কুমিল্লায়; অলটেক্স ইন্ডাস্ট্রিজের বেলা ১১টায় রেজিষ্ট্রার্ড অফিস, অলটেক্স ইন্ডাস্ট্রিয়াজ পার্ক, আরিবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে, এমজেএল বাংলাদেশের বেলা ১১টায়, কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স বাংলাদেশ, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকাতে; জিকিউ বলপেনের বেলা ১১টায়, জিকিউ বিল্ডিং, তাজউদ্দিন আহমেদ স্বরণী, বড় মগবাজার, ঢাকাতে; ন্যাশনাল টিউবসের বেলা ১১টায় ফ্যাক্টারি প্রাঙ্গণ, টঙ্গি, গাজীপুরে এবং কনফেডেন্স সিমেন্টের বেলা সাড়ে ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, মাদাম বিবিরহাট, ভাটিয়ারি, সীতাকু-, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর : জিবিবি পাওয়ারের সকাল ১০টায়, কনফিডেন্স হল, হোটেল নাজ গার্ডেন, সিলিমপুর, বগুড়াতে এবং মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের এজিএম সকাল সাড়ে ১০টায়, ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকাতে অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর : অলিম্পিক এক্সেসরিজের সকাল সাড়ে ১০টায়, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), রমনা, ঢাকাতে; বাংলাদেশ ওয়েল্ডিংয়ের সকাল সাড়ে ১০টায়, শহীদ কমিশনার সাঈদুর রহমান নিউট কমিউনিটি সেন্টার, চিরিয়াখানা রোড, মিরপুর-১, ঢাকাতে; হামিদ ফেব্রিক্সের বেলা ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকাতে; রহিম টেক্সটাইলের সকাল ৯টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান, ঢাকাতে; মালেক স্পিনিংয়ের সকাল সাড়ে ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান, ঢাকাতে; সিভিও পেট্রোকেমিক্যালের বেলা ১১টায়, করপোরেট অফিস প্রাঙ্গণ, কাটালগঞ্জ, পাঁচলাইশ, চট্টগ্রামে; আমান ফিডের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, সিংহঘাটি, উল্লাপাড়া, সিরাজগঞ্জে; জাহিনটেক্সের সকাল ১০টায়, ওল্ড রিহ্যাবিলিটিশন সেন্টার, বিশাই, কুড়িবাড়ী, মনিপুর, গাজীপুরে; মতিন স্পিনিংয়ের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুরে; সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের বেলা সাড়ে ১১টায়,গুলশান ক্লাব, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২, ঢাকাতে; স্ট্যান্ডার্ড সিরামিকের সকাল সাড়ে ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, সায়দানা কে বি বাজার, জয়দেবপুর, গাজীপুরে; হা-ওয়েল টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায়, ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকাতে; রহিমা ফুডের বেলা পৌনে ১১টায়, হাবিব কনভেনশন সেন্টার, রূপসী বাস স্ট্যান্ড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে এবং সোনারগাঁও টেক্সটাইলের এজিএম বেলা ১১টায় বরিশাল ক্লাব, বরিশালে অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর : বিকন ফার্মার বেলা ১১টায়, রেজিস্ট্রাড অফিস, ভালুকা, ময়মনসিংহে; অগ্নি সিস্টেমসের সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; ইনটেক লিমিটেডের সকাল ১০টায়, রাওয়া কনভেনশন সেন্টার, ভিআইপি রোড, মহাখালী, ঢাকাতে; মুন্নু জুট স্টাফলার্সের সকাল ১০টায়, ইসলামপুর, ধামরাই, ঢাকাতে; মুন্নু সিরামিকের সকাল সাড়ে ১০টায় একই স্থানে; ফ্যামিলিটেক্সের সকাল সাড়ে ১০টায়, রেশমি কমিউনিটি সেন্টার, এয়ারপোর্ট রোড, ঢাকাতে; তসরিফা ইন্ডাস্ট্রিজের বেলা ১১টায়, বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; সুহৃদের বেলা ১১টায়, মেঘের ছাড়া কনভেনশন সেন্টার, কোনাবাড়ি, গাজীপুরে; কেয়া কসমেটিকসের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, জুরান, কোনাবাড়ি, গাজীপুরে; ফার্মা এইডসের বেলা ১১টায়, কেন্দ্রীয় কচিকাচার মেলা অডিটরিয়াম, সেগুনবাগিচা, ঢাকাতে; প্যাসিফিক ডেনিমসের সকাল সাড়ে ১০টায়, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, রমনা ঢাকাতে এবং বাংলাদেশ সার্ভিসেসের এজিএম একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায়, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ঢাকাতে অনুষ্ঠিত হবে। শেয়ারনিউজ/
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |