midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজার উন্নয়নে পাশে থাকবে বাংলাদেশ ব্যাংক, সঞ্চয়পত্রের সুদ হার কমাতেও চলছে আলোচনা: গভর্নর1/8/2018 দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সবসময় পাশে থাকবে বলে গভর্নর জানিয়েছেন ফজলে কবির।
আজ মঙ্গলবার চলতি (২০১৮-১৯) অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণাকালে একথা জানান তিনি। গভর্নর বলেন, বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগের অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে। এখন পুঁজিবাজারে পর্যাপ্ত তারল্য রয়েছে। ব্যাংকের আমানতের সুদের হার কমানো হয়েছে যার ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এছাড়া সঞ্চয়পত্রের সুদের হার কমানোর জন্য আলোচনা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়নের সময় সবসময়ে পুঁজিবাজারে বিনিয়োগ আকর্ষণীয় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করছে। মূলধন বাজার (আইপিও,বন্ড ইস্যু) এর কার্যক্রম বিকাশের জন্য মুদ্রানীতি ঘোষণার পর থেকে সবসময় বলা হচ্ছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চীনা কনসোর্টিয়ামের স্ট্র্যাটেজিক পার্টনারের চুক্তি হয়েছে। চায়নিজদের জড়িত হওয়ার কারণে বর্তমান পুঁজিবাজার আরো গতিশীল হবে। আর পুঁজিবাজারের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক সবর্দা পাশে থাকবে। উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেসরকারি খাতে ঋণ জোগান যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
December 2024
Categories |