midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
অব্যাহত দরপতন ঠেকাতে আবারও বৈঠক ডেকেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার বৈঠক হবে ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএ এবং শীর্ষ ২০ ব্রোকারকে নিয়ে। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএসইসির পক্ষ থেকে আমন্ত্রিতদের বৈঠকের আলোচ্য সূচি না জানানো হলেও সংশ্নিষ্টরা জানান, পুঁজিবাজারের চলতি দরপতন নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। বরাবরের মতো দরপতনের কারণ খোঁজা হবে। পাশাপাশি দরপতন বন্ধে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হবে। টানা ১৩তম সপ্তাহে দরপতনের প্রেক্ষাপটে আজকের এ বৈঠক হতে যাচ্ছে বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন। বৈঠকে ২০ ব্রোকারেজ হাউসের সিইওরা ছাড়াও ডিবিএর সভাপতি শাকিল রিজভী, সহসভাপতি শরিফ আনোয়ার হোসেন ও রিচার্ড ডি রোজারিও অংশ নেবেন। পর্যালোচনায় দেখা গেছে, চলতি দরপতন দীর্ঘ পতনের রেকর্ড গড়েছে। ২০০৪ সালের পর থেকে গত ১৫ বছরে টানা সর্বোচ্চ ১১ সপ্তাহ দরপতন হয়েছিল ২০০৮ সালের জুন থেকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ওই দরপতনে তৎকালীন প্রধান মূল্য সূচক ডিএসই জেনারেল (ডিজেন) ৪৯২ পয়েন্ট বা সাড়ে ১৫ শতাংশ কমেছিল। চলতি দরপতনে এখনকার মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৪৫ পয়েন্ট বা সাড়ে ১২ শতাংশ। জানতে চাইলে ডিবিএর সভাপতি বলেন, চলতি দরপতনের কারণ অনেক। একদিকে জাতীয় নির্বাচনকে ঘিরে বাজার টানা কয়েক সপ্তাহ বেড়েছিল। এ সুযোগে অনেকে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন, যা পরে বিনিয়োগ হয়নি। এরপর ব্যাংকের সুদহার হঠাৎ করে বেড়েছে, যা বিনিয়োগকারীদের শেয়ারবাজারবিমুখ করে। কিছু কোম্পানি ভালো ব্যবসা করতে না পারায় ভালো লভ্যাংশও দিতে পারেনি। এরও নেতিবাচক প্রভাব আছে। ডিবিএ সভাপতি আরও বলেন, গত কয়েক বছরে একের পর এক আইপিও বাজারে এসেছে। সমস্যা এটা নয়, সমস্যা হলো- কোম্পানিগুলো আইপিও প্রক্রিয়ায় যত শেয়ার বিক্রি করেছিল, তার কয়েকগুণ বেশি শেয়ার বিক্রি করেছে প্লেসমেন্ট প্রক্রিয়ায়। লক-ইন সময় শেষ হতেই প্লেসমেন্ট হোল্ডাররা তাদের শেয়ার বিক্রি করে বাজার থেকে বড় অঙ্কের টাকা নিয়ে যাচ্ছেন। এতে ক্রমাগত তারল্য সংকট তৈরি হচ্ছে। নতুন বিনিয়োগকারী বা বিনিয়োগ আসছে না, কিন্তু বাজার থেকে টাকা চলে যাচ্ছে। এটাকেই বাজারের প্রধান সংকট বলে মনে হচ্ছে। এর সমাধান না হলে বাজার পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দেখছেন না বলে উল্লেখ করেন তিনি। শেয়ারনিউজ24
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |