midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
সিলেট বিভাগের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডর (বিআরইবি) কাছ থেকে ১৫ কোটি ৪১ লাখ ১০ হাজার ৮৬০ টাকার কাজ পেতে বিবিএস ক্যাবলের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১০ জুন বিআরইবি’র কাছ থেকে এ বিষয়ে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে বিবিএস ক্যাবল। কোম্পানিটি জানায়, রুরাল ইলেক্ট্রিফিকেশন প্রোগ্রাম ইন সিলেট ডিভিশন এন্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট অব বিআরইবি হেডকোয়ার্টার’ এর আওতায় ২ হাজার ১০০ কিলোমিটার কন্ডাক্টর (বেয়ার) সরবরাহ করা হবে। যার মূল্য ১৫ কোটি ৪১ লাখ ১০ হাজার ৮৬০ টাকা। আর চুক্তি স্বাক্ষরের পরবর্তী ৪ মাসের মধ্যে পণ্য সরবরাহ সম্পন্ন করবে কোম্পানিটি।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2023
Categories |