midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) বিনিয়োগ আগ্রহের শীর্ষে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি। প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের প্রায় ২০ শতাংশই রয়েছে এ খাতে। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আইসিবির তৈরি করা একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আইসিবির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারতের সঙ্গে তুলনা করলে আমাদের বাজার মূলধন জিডিপির তুলনায় অনেক কম। ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়ন করতে হলে পুঁজিবাজারকে আরো বড় হতে হবে। একটা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজার উন্নয়ন, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ এবং সঞ্চয় সংগ্রহের মতো অর্থনৈতিক গুরুদায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার প্রয়াসেও আইসিবির বর্তমান ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিবেদনে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে আইসিবির খাতভিত্তিক বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের ১৬ অক্টোবরের হিসাবের ভিত্তিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে আইসিবির ১৪ হাজার ৮৮৪ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। খাতভিত্তিক বিনিয়োগে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২ হাজার ৯৫৭ কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের ১৯ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া ওষুধ ও রসায়ন খাতে ২ হাজার ৫০৮ কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যা মোট বিনিয়োগের ১৬ দশমিক ৮৫ শতাংশ। ব্যাংক খাতে ২ হাজার ৫০২ কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের ১৬ দশমিক ৮২ শতাংশ। প্রকৌশল খাতে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ বিনিয়োগ রয়েছে, টাকার অংকে যা ১ হাজার ৯৪৪ কোটি টাকা। প্রথম প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগকে উৎসাহিত করতে আইসিবি শিল্প উদ্যোক্তাদের ইকুইটি ঘাটতি পূরণের লক্ষ্যে আশির দশকে বিনিয়োগমুখী প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান শুরু করে। আইসিবি ব্রিজ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এ পর্যন্ত ৭৭টি কোম্পানিতে মোট ২৭ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে এশিয়াটিক জুট মিলস লিমিটেড, বেঙ্গল ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্রিসেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড উল্লেখযোগ্য। আইসিবি ডিবেঞ্চার খাতে এ পর্যন্ত ৪৮ কোম্পানিতে মোট ৪৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, নাজের ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড উল্লেখযোগ্য। আইসিবি কর্তৃক লিজ ফাইন্যান্সিং খাতে এযাবৎ মোট ২০টি কোম্পানিতে সর্বমোট ১১৩ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যার মধ্যে বসুন্ধরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, হাজী আসমত সোনালী এগ্রো লিমিটেড উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাকাল থেকে আইসিবি সরকার কর্তৃক ধারণকৃত শেয়ারের বিপরীতে নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে। Source: bonikbarta
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2023
Categories |