midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
আগামীকাল রোববার (৯ সেপ্টেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাচ্ছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। নিম্নে কোম্পানিটির শেয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো:
ISSUE DATE: 27.05.2018 IPO OFFER: 2,20, 00,000 SHARES (সাধারণ বিনিয়োগকারীর জন্য বরাদ্দ ১,১০,০০,০০০ শেয়ার আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরার জন্য বরাদ্দ বাকী ১,১০,০০,০০০ শেয়ার) TRADEABLE SHARE (লেনদেনযোগ্য শেয়ার); 1ST DAY ( বাজারে আসার প্রথম দিন ): 1,10,00,000 SHARES (PUBLIC) 55,00,000 SHARES (INSTITUTIONS) [ উল্লেখ্য লেনদেনের প্রথম দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাপ্ত IPO শেয়ারের ৫০% অর্থাৎ ৫৫,০০,০০০ শেয়ার লেনদেনযোগ্য ] ★★ বাজারে আসার প্রথম দিন লেনদেন করা যাবে ১,৬৫,০০,০০০ শেয়ার। ★ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২য় অংশ ২৭,৫০,০০০ শেয়ার এর লক খুলবে আগামী ২৭.১১.২০১৮ ইং তারিখে।[ প্রসপেক্টাস ইস্যু তারিখ হতে IPO প্রাপ্ত ১,১০,০০,০০০ শেয়ারের ২৫%, ৬ মাস পর্যন্ত লক ইন থাকবে] ***প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩য় অংশ ২৭,৫০,০০০ শেয়ার এর লক খুলবে আগামী ২৭.০২.২০১৯ ইং তারিখে।[ প্রসপেক্টাস ইস্যু তারিখ হতে IPO প্রাপ্ত ১,১০,০০,০০০ শেয়ারের বাকী ২৫%, ৯ মাস পর্যন্ত লক ইন থাকবে ] SHARE HOLDING(POST IPO/IPO আসার পর): DIRECTORS OR SPONSOR : 49.18 % INSTITUTION : 12.99 % GENERAL PUBLIC : 37.83 % PLACEMENT SHARE: প্লেসমেন্ট শেয়ার ২,১০,০৫,০০০ এর লক খুলবে আগামী ২৭.০৫.২০১৯ ইং তারিখে। * ব্যবসার প্রকৃতিঃThread & DYEING * COMPETITORS COMPANY:কোম্পানী তার প্রসপেক্টাসে প্রতিযোগী হিসেবে যাদের নাম উল্লেখ করেছে তা নিম্নে চিত্রে দেখানো হলো। * IPO অর্থ ২২,০০,০০,০০০ টাকা যে উদ্দেশ্যে ব্যয় করা হবে ; ১. মেশিনারী ও যন্ত্রপাতি ক্রয় : ৮০.৬৪% ২.ব্যাংক ঋণ পরিশোধ (আংশিক) : ১১.৪১% ৩. IPO খরচ : ৭.৯৫% ** মেশিনারী ও যন্ত্রপাতি ক্রয়ের সময়ঃ IPO অর্থ প্রাপ্তির দিন হতে পরবর্তী ১৮ মাসের মধ্যে। **ব্যাংক ঋণ পরিশোধের (আংশিক) সম্ভাব্য সময়: IPO অর্থ প্রাপ্তির দিন হতে পরবর্তী ১৫ দিনের মধ্যে। মন্তব্যঃ এই কোম্পানির IPO অর্থের সুফল পেতে কোম্পানী এবং তার বিনিয়োগকারীদের ১৮ মাস অর্থাৎ ২০২০ সালের জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে। * বোনাস শেয়ার বিক্রয় সংক্রান্ত শিথিলকরণ নতুন লক ইন বিধি [ ১০% বা তার অধিক ( যা পূর্বে ৫% ছিল) শেয়ারধারণকারী কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর পুঁজিবাজারে আসার পর তাদের বোনাস শেয়ার প্রসপেক্টাস ইস্যু তারিখ হতে দুই(২) বৎসর পর্যন্ত লক ইন থাকবে] :::: এই কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর এর মধ্যে যাদের ১০% বা তার অধিক শেয়ার রয়েছে মোট ৩৪.৫৪% (১৬.২৪+১৮.৩০);তাদের ৪,১৬,৬৪,৮০০ শেয়ার এর মধ্যে ২,৯২,৬১,৩০০ শেয়ারের উপর প্রাপ্ত বোনাস বিক্রি করতে ঘোষণা দিতে হবে।বাকী ১,২৪,০৩,০০০ শেয়ারের উপর প্রাপ্ত বোনাস বিক্রি করতে ঘোষণা দিতে হবে না।*** ****SOURCE: COMPANY PROSPECTUS এডমিন: IPO SUCCESS GROUP & PAGE
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
August 2024
Categories |