midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
উন্নত বিশ্বের মতো বাংলাদেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করতে উদ্যোগ নেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। গতকাল এফবিসিসিআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার ও বন্ডবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ কথা জানান কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. আমজাদ হুসেইন। সভায় মো. আমজাদ হুসেইন বলেন, দেশে শিল্প স্থাপনে দীর্ঘমেয়াদে অর্থায়নের ভালো কোনো সুযোগ নেই। তাই বন্ড মার্কেটের প্রসার হলে বিনিয়োগ উৎসাহিত হবে। কর্মসংস্থান বাড়বে। অভ্যন্তরীণ শিল্প বিকশিত হলে এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। এছাড়া পুঁজিবাজারে বড় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
বন্ড মার্কেট উন্নয়নের তাগিদ দিয়ে মো. আমজাদ হুসেইন বলেন, বন্ড বাজারের উন্নতি হলে পুঁজিবাজার এবং ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমে যাবে। দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহে বৈচিত্র্য বাড়বে। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, বাংলাদেশের উন্নয়নকে পরের ধাপে নিয়ে যেতে পরিকল্পিত কর্মকৌশলের বিকল্প নেই। পুঁজিবাজারকে আরো বিকশিত করতে এ সম্পর্কিত তথ্য ও জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান তিনি। স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে জেলা চেম্বারের মাধ্যমে তৃণমূলের উদ্যোক্তা ও সম্ভাব্য বিনিয়োগকারীদের পুঁজিবাজার-সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার কথা জানান কমিটির চেয়ারম্যান শাকিল রিজভী। বৈঠকে করপোরেট বন্ড চালু করা, লেনদেনের খরচ কমানো, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো, মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানোর ব্যাপারে জোর দেন কমিটির সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক এমজিআর নাসির মজুমদার, হাফেজ হারুন, প্রীতি চক্রবর্তী, মো. নিজাম উদ্দিন, কমিটির কো-চেয়ারম্যান শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও, মো. সাজেদুল ইসলাম, মো. সাইফুদ্দিন, মজিবুল ইসলাম, ফারজানা চৌধুরীসহ অন্য সদস্যরা। Source: bonikbarta
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |