midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের ডিভিডেন্ড বাতিল করা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০ অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেনি শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আলোচ্য বছরের জন্য রিং শাইন ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কোম্পানিটি লোকসানের পরেও ডিভিডেন্ড ঘোষণা করায় ঘোষিত ডিভিডেন্ড বাতিল করা হয়েছে।
কোম্পানিটি জানায়, গত ২০ জুন রিং শাইনের এজিএম অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়। এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে। এর ফলে কোম্পানিটির বোর্ড ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। Source: dailysharebazarprotidin
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2023
Categories |