midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র সম্পন্ন করা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী রোববার (১৫ জুলাই) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করবে কোম্পানিটি।
নিম্নে এসকে ট্রিমসের আইপিও শেয়ারের তথ্য দেয়া হলো: IPO OFFER: 3,00, 00,000 SHARES (সাধারণ বিনিয়োগকারীর জন্য বরাদ্দ ১,৫০,০০,০০০ শেয়ার আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য বরাদ্দ বাকী ১,৫০,০০,০০০ শেয়ার) TRADEABLE SHARE (লেনদেনযোগ্য শেয়ার); 1ST DAY ( বাজারে আসার প্রথম দিন ) 1,50,00,000 SHARES (PUBLIC) 75,00,000 SHARES (INSTITUTIONS) [ উল্লেখ্য লেনদেনের প্রথম দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাপ্ত IPO শেয়ারের ৫০% অর্থাৎ ৭৫,০০,০০০ শেয়ার লেনদেনযোগ্য ] *** বাজারে আসার প্রথম দিন লেনদেন করা যাবে ২,২৫,০০,০০০ শেয়ার। ***প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২য় অংশ ৩৭,৫০,০০০ শেয়ার এর লক খুলবে আগামী ১২.১০.২০১৮ ইং তারিখে।[ প্রসপেক্টাস ইস্যু তারিখ হতে IPO প্রাপ্ত ১,৫০,০০,০০০ শেয়ারের ২৫%, ৬ মাস পর্যন্ত লক ইন থাকবে] ***প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩য় অংশ ৩৭,৫০,০০০ শেয়ার এর লক খুলবে আগামী ১২.০১.২০১৯ ইং তারিখে।[ প্রসপেক্টাস ইস্যু তারিখ হতে IPO প্রাপ্ত ১,৫০,০০,০০০ শেয়ারের বাকী ২৫%, ৯ মাস পর্যন্ত লক ইন থাকবে ] SHARE HOLDING(POST IPO/IPO আসার পর): DIRECTORS OR SPONSOR : 30.21 % INSTITUTION : 21.43 % GENERAL PUBLIC. :48.36 % PLACEMENT SHARE : প্লেসমেন্ট শেয়ার ১,৮৮,৪৯,৭০০ এর লক খুলবে আগামী ১২.০৪.২০১৯ ইং তারিখে। *** ব্যবসার প্রকৃতিঃ ACCESSORIES *** COMPETITORS COMPANY: কোম্পানী তার প্রসপেক্টাসে প্রতিযোগী হিসেবে যাদের নাম ঊল্লেখ করেছে তারা হলো: ১)KDS ACCESSORIES LTD ২)BENGAL WINDSOR THERMOPLASTICS TLD ৩)OLYMPIC ACCESSORIES *** COMPARE TO LISTED COMPANIES (তুলনামূলক বিশ্লেষণ): বিক্রয় (১.০৭.২০১৬ হতে ৩০.`০৬.`২০১৭ ) ১.KDS. : ১৫৮.৫৯৪ কোটি টাকা ২.OAL : ১৪৬.৫৩৩ কোটি টাকা ৩.BENGAL WINDSOR : ৯০.৪৭৯ কোটি টাকা ৪.SKTIL. : ৪৫.৮৯৮ কোটি টাকা *** IPO অর্থ ৩০,০০,০০,০০০ টাকা যে উদ্দেশ্যে ব্যয় করা হবে : ১. মেশিনারী ও যন্ত্রপাতি ক্রয় : ৪২.৪২% ২.বিল্ডিং নির্মাণ ও অন্যান্য :৪৯.৬৩% ৩. IPO খরচ :৭.৯৫% ** প্রজেক্ট সম্পাদনের সম্ভাব্য সময়ঃ IPO অর্থ প্রাপ্তির দিন হতে পরবর্তী ১৮ মাসের মধ্যে। **বাণিজ্যিক উৎপাদনঃপ্রজেক্ট সম্পাদনের সম্ভাব্য সময় ১৮ মাসের পরবর্তী ৩ মাস। মন্তব্যঃ এই কোম্পানির IPO অর্থের সুফল পেতে কোম্পানী এবং তার বিনিয়োগকারীদের ২১ মাস অর্থাৎ ২০২০ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। *** বোনাস শেয়ার বিক্রয় সংক্রান্ত শিথিলকরণ নতুন লক ইন বিধি [ ১০% বা তার অধিক ( যা পূর্বে ৫% ছিল) শেয়ারধারণকারী কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর পুঁজিবাজারে আসার পর তাদের বোনাস শেয়ার প্রসপেক্টাস ইস্যু তারিখ হতে দুই(২) বৎসর পর্যন্ত লক ইন থাকবে] :::: এই কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর এর মধ্যে যাদের ১০% বা তার অধিক শেয়ার রয়েছে মোট ৪৫.৫০% (২৬.২২+১৯.২৮);তাদের ২,১১,৫০,৩০০ শেয়ার এর মধ্যে ১,৮২,০০,৩০০ শেয়ারের উপর প্রাপ্ত বোনাস বিক্রি করতে ঘোষণা দিতে হবে।বাকী ২৯,৫০,০০০ শেয়ারের উপর প্রাপ্ত বোনাস বিক্রি করতে ঘোষণা দিতে হবে না।*** *-SOURCE: COMPANY PROSPECTUS এডমিনঃ IPO SUCCESS GROUP শেয়ারবাজারনিউজ/
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |