midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
এক্সপোজার সংশোধনের লক্ষ্যে অর্থ মন্ত্রনালয়ের নির্দেশনা পাঠানোর পর ৭ দিন পার হলেও এখনো ঘুম ভাঙ্গেনি বাংলাদেশ ব্যাংকের। তাই অনেকটা বাধ্য হয়ে ডিএসই ব্রোকার্স এ্যাসোশিয়েশন(ডিবিএ) এবং মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোশিয়েশন নেতৃবৃন্দ গভর্নরের সাথে সাক্ষাত করার জন্য আজ চিঠি পাঠিয়েছেন। গভর্নরের অনুমতি পেলে আগামীকাল (বুধবার) এ সাক্ষাতকার হতে পারে। ডিবিএর প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুঁজিবাজারের লাখ লাখ বিনিয়োগকারীর পুঁজির সুরক্ষা দিতে এক্সপোজার সংশোধনের বিষয়টি যে কতো জরুরী তা বুঝাতেই মুলত আমরা ওনার সাথে সাক্ষাত করতে যাচ্ছি। ওনাদের সার্কুলারটি জারি করতে ওনারা যত দেরি করবেন আমাদের রক্তক্ষরন ততো বাড়তে থাকবে। এক্সপোজার যেহেতু ঠিক হয়ে যাচ্ছে আর আমরা ডিএসইর পার্টনার নিতে হলে চীনকেই যেহেতু নেবো তাই আমাদের এ বাজারের ভবিষ্যত খুবই ভালো। সাদেক বলেন, শুধু দেশের বিনিয়োগকারীরাই নয় বিদেশ থেকেও এখন মানুষ আমাকে ফোন দিয়ে নানা ধরনের কথা শোনাচ্ছে। আমরা লোকজনকে বলছি, আপনারা শেয়ার বিক্রি করবেন না। আমাদের কথা শুনে কেউ আজ শেয়ার বিক্রি করলো না কিন্তু পরের দিনই সেই শেয়ারটির দাম ২ টাকা কমে গেলো। কেউ কেউ দাবী করে বসেন, আপনার কথা শুনে শেয়ার বিক্রি করিনি এখন আমার এক লাখ শেয়ারে ২ টাকা করে ২ লাখ টাকা নেই সেটি আপনাকেই দিতে হবে। বলেন, আমরা এখন কোথায় যাবো।
সাদেক আরও বলেন, আমরাও ভেবে পাচ্ছিনা কারা এতো কম দামে শেয়ার বিক্রি করছে। তবে বাজারের ব্যাপারে তিনি দারুন আশাবাদ প্রকাশ করে বলেন, এক্সপোজার যেহেতু ঠিক হয়ে যাচ্ছে আর আমরা ডিএসইর পার্টনার নিতে হলে চীনকেই যেহেতু নেবো তাই আমাদের এ বাজারের ভবিষ্যত খুবই ভালো। sharenews24.com
1 Comment
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |