NAV (Basis of Cost Price): কোম্পানির কাছে যে শেয়ারগুলো কেনা রয়েছে তার ক্রয় মুল্যকে তার ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। NAV (Basis of Market Price): কোম্পানির কাছে যে শেয়ারগুলো কেনা রয়েছে তার বর্তমান বাজার মুল্যকে তার ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। যে সকল মিউচুয়াল ফান্ডের শেয়ারের মার্কেট ভ্যালু তার কস্ট ভ্যালু থেকে বেশি, সেই মিউচুয়াল ফান্ডগুল ভাল পার্ফম করছে এবং তাদের গ্রোথ ভাল হবে এটা আশা করা যায়। এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সক্ষমতা অনেক বেশি। সাধারন বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানানোর জন্যই এই রিপোর্টটি করা হয়েছে। ক্রয়-বিক্রয় সিদ্ধান্ত সম্পুর্ন বিনিয়োগকারীর নিজের। এই রিপোর্টটি শেয়ার ক্রয়-বিক্রয়ের কোন পরামর্শ দেয়ার জন্য নয়। সম্পুর্ন ফাইলটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন- ![]()
0 Comments
Leave a Reply. |
AuthorThe Midway Team Archives
November 2021
Categories |