Mr. Md. Rakibur Rahman, Chairman of Midway Securities Ltd., offering his views on the recent National Budget 2019-20. "বোনাস ও রিজার্ভে করের সংশোধনী প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মো: রকিবুর রহমান। তিনি এই প্রস্তাবকে পুঁজিবাজারের জন্য যুগান্তকারী হিসেবে অভিহিত করে বলেছেন, এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারমুখী হবেন। রকিবুর রহমান বলেন, এতদিন যেসব অসাধু কোম্পানি বিনিয়োগকারীদেরকে বোনাসের নামে শুধু কাগজ ধরিয়ে দিত, সেগুলো এখন একটু চাপে পড়বে। তারা বিনিয়োগকারীদেরকে নগদ লভ্যাংশ দিতে বাধ্য হবে। কিন্তু ভালো কোম্পানিগুলোর উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি বলেন, রিজার্ভে করের নতুন প্রস্তাবের ফলে কোম্পানিগুলো বেশি করে লভ্যাংশ দিতে বাধ্য হবে। এতদিন অনেক কোম্পানি অকারণেই মুনাফার বড় অংশ রিজার্ভে সরিয়ে নিত। অনেক কোম্পানিতে শত শত কোটি টাকা রিজার্ভ আছে, কিন্তু তারা ব্যবসা সম্প্রসারণে যায়নি। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের বঞ্চিত করে এমন রিজার্ভ বাড়িয়ে কি লাভ?
রকিবুর রহমান বলেন, নতুন প্রস্তাব কার্যকর হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে। বাজার গতিশীল হবে। তিনি বলেন, অনেকে বোনাস শেয়ারের সুযোগ রাখার যুক্তি হিসেবে গুগল, অ্যাপল এর উদাহরণ দিয়ে থাকেন। কিন্তু এই উদাহরণে বাস্তবতা প্রতিফলিত হয় না। অ্যাপল বোনাস দিলেও বোনাসের কারণে কখনো শেয়ারের দাম পড়ে যায়নি, বিনিয়োগকারীরা বোনাসের পরও ক্যাপিটাল গেইন পেয়েছেন। কিন্তু এখানে তো বোনাস দিলে শেয়ারের দাম কমে যায়। তাই বোনাস দিলে কোম্পানিগুলোকে এমনভাবে বোনাস দেওয়া উচিত, যাতে শেয়ারের দামে তার নেতিবাচক প্রভাব না পড়ে।" #NationalBudget #Budget2019-20 Source: Arthosuchak
0 Comments
Leave a Reply. |