midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৪৯টি কোম্পানির সর্বমোট ৫৪ লাখ ৬১ হাজার ৭২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
2 Comments
দেশের পুঁজিবাজারে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে জার্মানিতে ‘বাংলাদেশ-জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৩’ শীর্ষক সামিট আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মাহি হাসান, দ্য রিপোর্ট: মার্জিন ঋণ, পুঁজিবাজারের আলোচিত এক পদ্ধতি। বিভিন্ন সময় পুঁজিবাজারে লেনদেনের সময় মার্জিন ঋণ গ্রহণ করে নিঃস্ব হয়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। ধারণকৃত শেয়ারের বিপরীতে ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক থেকে মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেন বিও একাউন্ট ধারীরা। এরপর যখন দর পতন শুরু হয়, ব্রোকাররা নিজেদের টাকা তুলে নিতে মার্জিন অ্যাকাউন্টের শেয়ার জোরপূর্বক বিক্রি (ফোর্সসেল) করে দেন। জোরপূর্বক বলা হলেও আগে থেকে চুক্তিবদ্ধ হন বিনিয়োগকারী ও ব্রোকার যা আইনসিদ্ধ । তাতে যে কোনো পরিস্থিতিতে শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করার বিধি সংযুক্ত থাকে। ঋণ নিয়ে কেনা শেয়ারের দরপতন হলেই ঋনের টাকা উঠিয়ে নিতে ব্রোকাররা শুরু করেন ফোর্স সেল। যদিও সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠান ও ব্যক্তি উভয় পক্ষকেই নিঃস্ব করছে মার্জিন ঋণ। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে বাজারের জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।
মার্জিন ঋণ, পুঁজিবাজারের আলোচিত এক পদ্ধতি। বিভিন্ন সময় পুঁজিবাজারে লেনদেনের সময় মার্জিন ঋণ গ্রহণ করে নিঃস্ব হয়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। ধারণকৃত শেয়ারের বিপরীতে ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক থেকে মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেন বিও একাউন্ট ধারীরা।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। সোমবার (১৬ অক্টোবর) বিকাল তিনটায় বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বুক-বিল্ডিং পদ্ধতির অধীনে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। টানা দুইবার ওষুধ রপ্তানিতে শীর্ষ তিনে উঠে এসেছিল প্রতিষ্ঠানটি। পুঁজিবাজার থেকে উত্তোলনকৃত টাকার বড় অংশ নতুন মেশিনারি ক্রয়, ভবন নির্মাণ ও আংশিক ঋণ পরিশোধে খরচ করবে কোম্পানিটি।১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আর্থিক খাতে বিনিয়োগের জন্য অন্যতম পণ্য বন্ড। যেকোনো ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বন্ডে বিনিয়োগ করতে পারে। ব্যাংকের আমানত বা ডিপোজিট রেখে যে সুদ পাওয়া যায়, সাধারণত বন্ডের মুনাফা বা সুদ তার চেয়ে কিছুটা বেশি দেওয়া হয়। এ কারণে বন্ড এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় পণ্য হিসেবে আলোচিত হচ্ছে।
আগস্ট মাসে শেয়ারবাজারে প্রায় ৪হাজার বিনিয়োগকারী এসেছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় মরিশাসের স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের (এসসিবি) উদ্যোগে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড অব মরিশাসের (ইডিবিএম) সহযোগিতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অংশগ্রহণে একটি বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। to edit.
উন্নত বাংলাদেশ গড়তে হলে ২০৪১ সালের মধ্যে পুঁজিবাজারসহ প্রত্যেক জায়গায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। পাশাপাশি পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।
দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য বাংলাদেশের পুঁজিবাজারে ভালো মানের শেয়ার রয়েছে জানিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের ভালো কোম্পানি হিসেবে পরিচিত কোম্পানিগুলো ভালো রিটার্ন দিচ্ছে। এখানে দীর্ঘমেয়াদে ভালো মৌলিক কোম্পানি ও ব্লু চিপসে বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক হবে।’ here to edit.
বহুমুখী চাপে আছে শেয়ারবাজার। মূল সমস্যা হলো ব্যাংকিং খাতে তারল্য সংকট। এরপর ডলারের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা ও সঞ্চয় কমে যাওয়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যু বাজারের জন্য অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে। তবে এত চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। অস্বাভাবিক পরিস্থিতি ঠেকাতে দেওয়া হয়েছে ফ্লোর প্রাইস। বাজার সংশ্লিষ্টরা সরকারের কাছে যেসব নীতি সহায়তা চেয়েছিল, তার সবকিছুই দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে। যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হলো-
বিনিয়োগ আকৃষ্টে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বৃহত্তম শহর জোহানেসবার্গে ‘রোড শো’ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। আগামী ২৩ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রোড শোর উদ্বোধন করবেন। এটি হবে বিএসইসির সপ্তম আয়োজন। আগামী ২০২৬ সালের মধ্যে টেকসই স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে কাজ করছে সরকার। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপন্তর এবং ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরে সরকার কাজ করছে। আলোচ্য সময়ের মধ্যে উন্নত দেশ হওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন ৪৮০ বিলিয়ন ডলার সমপরিমাণ বিনিয়োগ। বিশেষজ্ঞরা জানান, এই বিশাল অর্থ জোগানের সূতিকাগার হবে দেশের শেয়ারবাজার। এ লক্ষে কাজ করছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
Prime Bank – a second-generation private sector bank in the country – is going to enter the mobile financial services (MFS) market to tap its vast potential.
To this end, it has decided to form a subsidiary with an initial minimum paid-up capital of Tk45 crore, according to the bank. The move aims to provide mobile financial services under a bank-led MFS model. Click herতালিকাভুক্ত সবচেয়ে বড় করপোরেট বন্ড বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা ইস্যু করে পুঁজিবাজার থেকে ৩ হাজার টাকা সংগ্রহ করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এ অর্থ তিন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এরই মধ্যে দুই প্রকল্পের জন্য বরাদ্দকৃত প্রায় ২ হাজার ৬৮৮ কোটি টাকা সফলভাবে বিনিয়োগ সম্পন্ন করেছে বিবিধ খাতের কোম্পানিটি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে করপোরেট বন্ডটি।
বিমা ছাড়া রাস্তায় মোটরসাইকেল, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও অফিশিয়াল গাড়ি, ট্রাকসহ কোনো ধরনের যানবাহনই চলাচল করতে পারবে না।
যদি নিয়ম অমান্য করে গাড়ি চালানো হয়, তাহলে গুণতে হবে জরিমানা। এমনকি মামলাও করতে পারবে পুলিশ। গত চার মাস ধরে সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধনের কাজ করছে বিআরটিএ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা দেখেছি পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ অনেক কম। এর কারণ হিসেবে সবাই মনে করেন, শেয়ারবাজারে অনেক ঝুঁকি আছে। ঝুঁকি আছে, তবে সেটা বেশি সেকেন্ডারি মার্কেটে।ঝুঁকি ছাড়াও শেয়ারবাজারের অনেক প্রোডাক্ট আছে। নারীরা বন্ডে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি ভালো কোম্পানি, ভালো ব্যাংক দেখে বিনিয়োগ করেন তাহলে সেখানে ঝুঁকি অনেক কম। জিরো কুপন বন্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া নারীরা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, সেখানে ঝুঁকি কম।
সারাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড ও কিছু ভবনধসের ঘটনায় বিপুল ক্ষতির মুখে পড়ছেন ভবন মালিকরা। এছাড়াও বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কার বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। এমন অবস্থায় সরকারি-বেসরকারি সব ভবন বাধ্যতামূলকভাবে বিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে আইডিআরএ ভবন নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়ার অনুরোধ জানিয়েছে।
The country’s asset managers for mutual funds (MFs) have been showing an immense interest in the domestic pharmaceutical sector due to its potential growth prospect and stability.
The pharmaceuticals and chemicals is the most prominent sector in terms of holdings received from asset managers, with its four companies securing positions among top ten stocks in asset managers’ portfolios. The companies are Renata Ltd, Square Pharma, Beximco Pharma, and Marico Bangladesh. ব্র্যাক ব্যাংক বোর্ড ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় বিনিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের নাম বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় ব্রাক ব্যাংক। সাত মাসেরও বেশি সময় পর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারে, বৃহস্পতিবার সকালে ক্রেতারা প্রতি ফ্লোর প্রাইস ২০৯.৮ টাকায় বিড করছেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিজেদের বিদ্যমান কয়েকটি পণ্যের বর্ধিত চাহিদা মেটানো এবং নতুন পণ্য বাজারে আনার লক্ষ্যে অ্যারিস্টোফার্মার সঙ্গে চুক্তি করেছে। চুক্তিটি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং চুক্তি (চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের চুক্তি)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমরা খুব শিগগিরই একটা শক্ত অবস্থান দেখতে পেলেই ফ্লোর প্রাইস উঠিয়ে দেব। যখনই আমরা দেখবো বিনিয়োগকারীরা নিরাপদ, তাদের পুঁজি নিরাপদে আছে তখনই আমরা ফ্লোর প্রাইস সরিয়ে দেব। আমরাও অধীর আগ্রহে আছি কখন এই ফ্লোর প্রাইস তুলে দিতে পারবো৷
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের ডিভিডেন্ড বাতিল করা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০ অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেনি শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2023
Categories |