midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থানের পাশাপাশি ৩০ কোটি টাকা বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে ছয় হাজার ১৯৯ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে দুই হাজার ২১৮ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৬১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩০ কোটি ৩১ লাখ টাকা
বেড়েছে। এদিন ৩ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৪৬৮টি শেয়ার ৫৮ হাজার ৯০৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ১৫৬টির দর। গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ২৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৬ কোটি ২৩ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ কোটি ৯৭ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১১ কোটি ৪৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০ কোটি ৯৯ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১০ কোটি ১৭ লাখ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৮ কোটি ৯২ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ৮ কোটি ৫ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৭ কোটি ৭৩ লাখ এবং আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া গতকাল ৯ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৮ দশমিক ৭৯ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ দশমিক ৩০ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৮ দশমিক ২৮ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৮ দশমিক ১৩ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৬ দশমিক ১৭ শতাংশ, বসুন্ধরা পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৫ দশমিক ৮১ শতাংশ এবং জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। আর গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেযারদর কমেছে ১ দশমিক ২১ শতাংশ, এর পরের অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ১ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শূন্য দশমিক ৯৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শূন্য দশমিক ৯৯ শতাংশ, আরামিট লিমিটেডের শূন্য দশমিক ৯৯ শতাংশ, রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের শূন্য দশমিক ৯৮ শতাংশ, দুলামিয়া কটনের শূন্য দশমিক ৯৮ শতাংশ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর কমেছে। অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৫ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৭০ দশমিক ১০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৯৮ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ৭০টির দর। গতকাল সিএসইতে মোট ৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৪ কোটি ৬৩ লাখ টাকার। Source: sharebiz
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
September 2024
Categories |