midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় প্রযুক্তি খাতের অগ্রণী প্রতিষ্ঠান লিও আইসিটি ক্যাবলস পিএলসি। কোম্পানিটি ৭ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) জন্য আবেদন করেছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
0 Comments
টানা তিন দিনের তীব্র পতনের পর অবশেষে স্বস্তি ফিরেছে দেশের শেয়ারবাজারে। বুধবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্টের বেশি, যা টানা পতনের ধারায় সামান্য হলেও বিরতি এনেছে। গত তিন কর্মদিবসে সূচক হারিয়েছিল মোট ৬৫ পয়েন্ট, ফলে আজকের এই ঘুরে দাঁড়ানোকে বিনিয়োগকারীরা বাজারে স্থিতি ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন।
বাজেট ঘাটতি পূরণে সরকারের অভ্যন্তরীণ ঋণের অন্যতম বড় উৎস সঞ্চয়পত্র বিক্রি। কিন্তু চড়া সুদের চাপ কমাতে সরকার সঞ্চয়পত্রের ঋণ থেকে ধীরে ধীরে সরে আসছে। মানুষের যাতে সঞ্চয়পত্র কিনতে আগ্রহ কমে, সে জন্য ধাপে ধাপে কমানো হচ্ছে সুদহার। এরই অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারি থেকে সুদের হার আরও দেড় শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে আগামী ডিসেম্বরে নতুন সুদহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2025
Categories |