midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে অস্থিরতা এবং অর্থনৈতিক খাতে চলমান অস্থিতিশীলতায় টানা দরপতনে দেশের শেয়ারবাজার। গত কয়েকদিন ধরে লেনদেনের সাথে সূচক কমেই চলেছে। তাতে স্বাভাবিক সূচিতে ফিরে আজ পুঁজিবাজারে মধ্যম গতি দেখা গেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
0 Comments
পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ব্রেইন স্টেশন ২৩ পিএলসির কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানিটির কিউআইও আবেদন চলবে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৮৮টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে টেকনো ড্রাগস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কিউআইওতে পাঁচ কোটি টাকা তোলার অনুমোদন পাওয়া ব্রেইন স্টেশনের মুনাফার বড় অংশ আসে রপ্তানি থেকে। আইটি সেবা রপ্তানিকারক ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড নামের কোম্পানিটি এই টাকা দিয়ে নিজেদের ব্যবসার সম্প্রসারণ করবে। মূলত বিদেশে আইটি সেবা দিয়ে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয়ের জন্য কোম্পানিটি টাকা তুলতে যাচ্ছে।
পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে চায় ঢাকাথাই অ্যালকোম্যাক্স পিএলসি। কোম্পানিটি পুঁজিবাজারের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) এর মাধ্যমে এ অর্থ সংগ্রহ করবে। এজন্য সম্প্রতি কোম্পানিটি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কাছে আবেদন করেছে।
শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন আজ রোববার (১৪ জুলাই) শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির পক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ারের লেনদেন আগামী রোববার (১৪ জুলাই) থেকে শুরু হবে।
স্থল ও জল পথে সিএনজি পরিবহনে কারিগরি ও আর্থিক বিনিয়োগ খাতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং চীনের শিঝুয়াং এনরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের (সিআইএসমসি এনরিক) মধ্যে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
চীনে শুরু হয়েছে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার : ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না’।
দীর্ঘদিন পতনের বৃত্তে আটকে ছিল দেশের শেয়ারবাজার। অর্থনীতির সব উপাদান ইতিবাচক থাকার পরও শেয়ারবাজার ছিল ধারাবাহিকভাবে নেতিবাচক। গত এক বছরে শেয়ারবাজারে সূচক কমেছে হাজার পয়েন্টের বেশি। আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি টাকারও বেশি। নানা শঙ্কা ও হতাশার কাঁপন ধরিয়ে অবশেষে ইতিবাচক প্রবণতায় টার্ন নিয়েছে উভয় শেয়ারবাজার। চলতি জুলাইয়ের প্রথম কর্মদিবস থেকেই বাজার উত্থানের ধারায় অগগ্রর হচ্ছে। জুলাই মাসের প্রথম কর্মদিবস মঙ্গলবার (০২ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী সূচক ছিল ৫ হাজার ৩২৮ পয়েন্ট। আজ মঙ্গলবার ৬ কর্মদিবসে সূচক ২৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এই সময়ে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ১১ হাজার ৭০৮ কোটি টাকা।ঢাকা বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরে লাখের বেশি মার্জিনধারী বিনিয়োগকারী নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছেন। যারা শেয়ারবাজারে টিকে আছেন, তারাও বড় লোকসানের কবলে পড়েছেন। এখন তারা লোকসান কাটিয়ে মুনাফায় ফেরার প্রহর গুনছেন। বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফেরায় সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা বিশেষ করে বড় বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছেন। যার ফলে বাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বাড়ছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯০ কোটি টাকা। যা চলতি বছরের ১৪ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি টাকা। মঙ্গলবারের বাজার পর্যালোচনা আজ মঙ্গলবার (০৯ জুলাই) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে। আজ ডিএসইতে ১ হাজার কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকার। আজ ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। Source: Sharenews24
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী বা তাদের পরিবারের সদস্যদের নামে ব্যবসায় বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকলেও শেয়ারবাজারে বিনিয়োগে কোনো আইনি বাধা নেই। চাকরি বিধিতে এই ব্যাপারে নিষেধাজ্ঞা নেই।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগৃহের প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার রেকর্ড আবেদন জমা পড়েছে। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিরা মিলে এ পরিমাণ অর্থ জমা দিয়েছেন কোম্পানিটির আইপিও শেয়ার পেতে। তবে কোম্পানিটির আইপিওতে এই দুই শ্রেণির বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রয়েছে ৫৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।
|
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
November 2024
Categories |