midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে গতিশীলতা ফেরানো এবং এই বাজারের উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে বেশ কিছু আর্থিক প্রণোদনা থাকবে। সব প্রণোদনাই হবে মূলত কর সংক্রান্ত। সোমবার পুঁজিবাজার ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এই আশ্বাস দিয়েছেন। বিএসইসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা ও বিচারপতি কামালুজ্জামান উপস্থিত ছিলেন। বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এর মধ্যে কিছু বিষয়ের প্রতিফলন আগামী অর্থবছরের বাজেটেই থাকবে। বাজারকে আরও শক্তিশালী করা, এর ব্যাপ্তি বাড়ানো, আরও বেশি সংখ্যক মানুষকে এই বাজারে সম্পৃক্ত করা, সাধারণ বিনিয়োগকারীদের সুবিধা ইত্যাদি বিবেচনা করে বাজেটে বেশ কিছু ক্ষেত্রে কর-ছাড় দেওয়া হতে পারে। এর মধ্যে লভ্যাংশের ক্ষেত্রে প্রযোজ্য আগাম আয়কর (Advance Income Tax-AIT) সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে। উল্লেখ, বর্তমানে তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিতরণকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুসারে আগাম আয়কর কেটে রাখে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কর সনাক্তকরণ নাম্বার বা টিআইএন (Tax Identification Number-TIN) থাকলে ১০ শতাংশ এবংশ টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে এআইটি কেটে রাখা হয়।
এআইটি কেটে রাখার ফলে বর্তমানে দুটি সমস্যা দেখা দেয়। প্রথমত কোম্পানিগুলো তাদের মুনাফার ওপর একবার আয়কর দিয়ে থাকে। লভ্যাংশের ওপর থেকে এআইটি কেটে রাখার ফলে একই আয়ের উপর দ্বিতীয়বার কর দিতে হয়, যা অন্যায্য। অন্যদিকে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন, যাদের বার্ষিক মোট আয় করযোগ্য আয়সীমার কম। আইন অনুসারে, তাদের উপর কর প্রযোজ্য নয়। কিন্তু এদের সামান্য টাকার শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট থাকলেও তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে কর কেটে রাখা হয়, যা তারা ফেরত পান না। অনেক দিন ধরেই বাজার সংশ্লিষ্টরা এই দ্বৈতকরের অবসান করার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত আগামী বাজেটে দ্বৈতকরের অবসান হতে পারে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন যেসব বাজেট প্রস্তাবনা দিয়েছে, সেগুলো থেকে কয়েকটি প্রস্তাব বিবেচনা করা হতে পারে বাজেটের জন্যে। অর্থমন্ত্রী সবগুলো প্রস্তাবের একটি সারাংশ সরাসরি তার কাছে পাঠাতে বলেছেন বিএসইসি চেয়ারম্যানকে। চলতি সপ্তাহেই বিএসইসি এসব প্রস্তাব ও সেগুলোর একটি সংক্ষিপ্তসার অর্থমন্ত্রী এবং ব্যাঙক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠাবে বলে জানা গেছে। http://www.arthosuchak.com/
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |