midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ১৯ কোম্পানিকে যুক্ত করা হয়েছে; আর একটি কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সকে বাদ দেওয়া হয়েছে। যা আগামী ২১ জানুয়ারি কার্যকর হবে।
ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হওয়া ১৯টি কোম্পানি হলো: ফরচুন সুজ, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস, নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিল বাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা কনডেন্স মিল্ক, শ্যামপুর সুগার, মুন্নু জুট স্টাফলার্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। অপর সূচক ডিএসই-৩০ সমন্বয় করা হয়েছে। এতে ৩ কোম্পানিকে বাদ দিয়ে ৩টি কোম্পানিকে অনর্ভুক্ত করা হয়েছে। অন্তর্ভুক্ত হওয়া কোম্পানি হচ্ছে ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। বাদ পড়া কোম্পানি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েলকোম্পানি লিমিটেড।
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
February 2025
Categories |