midway securities ltd.
স্টক * বন্ড * ইকুইটি ইনভেস্টমেন্ট * আইপিও * বাজার গবেষণা * ক্যাপিটাল ম্যানেজমেন্ট
|
রাজস্ব আহরণে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বিকল্প উৎস হিসেবে শেয়ারবাজারকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বিদেশি অর্থায়ন শুধু প্রত্যক্ষ বিনিয়োগে সীমাবদ্ধ নয়, শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগ আনার বড় সুযোগ রয়েছে। বুধবার (২০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার: ড্রাইভিং ডেভেলপমেন্ট উইথ মার্কেটস, ক্যাপিটাল অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, দেশের উন্নয়নের জন্য নিজস্ব সম্পদ আহরণের সক্ষমতা বাড়ানো সম্ভব। একসময় বিদেশি সহায়তা জিডিপির ১২-১৪% থাকলেও বর্তমানে তা অনেক কমে এসেছে। তাই দেশের উন্নয়নে এখন অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ জোগাড় করতে হবে। গভর্নরের মতে, অর্থনীতিতে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং উদ্ভাবন ও আর্থিক শিক্ষা বিস্তার। তিনি বলেন, “আমরা জানি ব্যাংক খাতের কী অবস্থা। একে স্থিতিশীল করতে ধাপে ধাপে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে ৩ থেকে ৪ বছর সময় লাগবে।” তিনি আরও বলেন, ঋণ গ্রহণে স্বচ্ছতা, ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ক্ষুদ্র ঋণের প্রসারের কথা উল্লেখ করে গভর্নর জানান, “প্রতিদিন প্রায় ৪ হাজার ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রায় ৭ হাজার কোটি টাকা বিতরণ হয়েছে।” গভর্নরের মতে, এখন সময় এসেছে উন্নয়ন সহযোগীর ওপর নির্ভর না করে নিজস্ব বাজারভিত্তিক অর্থায়ন কাঠামো গড়ে তোলার, যেখানে শেয়ারবাজারর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। Source: Sharenews24
0 Comments
Leave a Reply. |
Midway News TeamWe publish the latest stock market news to help you decide on your investment decisions. Archives
October 2025
Categories |