জি, আপনি ডিএসই এর মোবাইল এপ্স দিয়ে নিজে নিজে ট্রেড করতে পারবেন। নতুন ডিএসই এপ্সটি আপনি প্লে স্টোর থেকে ডাউন লোড করতে হবে। এপ্স দিয়ে আপনি নিজে নিজে শেয়ার কেনা-বেচা করতে পারবেন, এছাড়াও আপনি নিজের পোর্টফলিও তৈরি এবং প্রাইস এলার্ট সেট করতে পারবেন। যেখানে আপনি শেয়ারের বর্তমান দাম এবং শেয়ার সম্পর্কে লেটেস্ট নিউজ পাবেন। ডিএসই এপ্সটি আপনি এন্ড্রয়েড, আই-ফোন এবং ডেস্কটপেও ব্যবহার করতে পারবেন। বিও একাউন্ট খোলার পর আপনি ডিএসই এর মোবাইল এপ্সের জন্য আবেদন করতে পারবেন(I-Trade Link)। আবেদন করার পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ ইমেল করা হবে।
জি, আমরা প্রতিদিন ৪ টার পর পোর্টফোলিও ইমেল করি। বিও একাউন্ট খোলার সময় আপনার ইমেল আইডি দিতে হবে।
|